ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

প্রতিনিধি সম্মেলনে নেই আলমগীর ফরিদ ও তার অনুসারীরা

শাহেদ মিজান, চীফ রিপোর্টার :::
কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত ‘তৃণমূল প্রতিনিধি সম্মেলনে’ যায়নি মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সংসদ সদস আলমগীর ফরিদ ও তার অনুসারীরা। আজ শনিবার বিকাল ৩টায় প্রতিনিধি সম্মেলন শুরু হয়। প্রতিনিধি জেলা ১৪ সাংগঠানিক ইউনিটের প্রায় দেড় হাজার তৃণমূল নেতা উপস্থিত হয়েছেন। সম্মেলন স্থলে গিয়ে দেখা যায়, আলমগীর ফরিদ না আসায় তার অনুসারীরা সম্মেলনে দেখা যায়নি।
জেলা বিএনপি সূত্র জানিয়েছে, আলমগীর ফরিদ বিএনপি থেকে বহিস্কৃত। তাই তাকে তৃণমুল প্রতিনিধি সম্মেলন দাওয়াত করা হয়নি। দাওয়াত না পেয়ে তিনি জেলা সভাপতি শাহজাহান চৌধুরীসহ দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি আওয়ামী লীগের সাথে আঁতাত করে বিদ্রোহের মাধ্যমে সরকারের দালালি করছে।
আলমগীর ফরিদ দাবি করেন, সভাপতি শাহজাহান চৌধুরীর কারণে নেতাকর্মীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। তিনি বাণিজ্যিকভাবে জেলার বিভিন্ন ইউনিটের কমিটি দিয়েছে। তাই দলের কার্যক্রম থমকে। শাহজাহান চৌধুরী নেতৃত্ব থাকলে কক্সবাজারের একটিও আসনও বিএনপি জয়লাভ করতে পারবে না।

পাঠকের মতামত: