ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

কক্সবাজারে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ::1494419446Snapshot-16-

কক্সবাজারে নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধদের বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। এই দিনে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম , বুদ্ধত্ব লাভ ও মহাপরির্নিবাণ (মৃত্যু) প্রাপ্ত হন। বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত এই দিনটি বৌদ্ধদের কাছে অত্যন্ত পবিত্র।
দিনটি পালন উপলক্ষে সম্রাট অশোক প্রতিষ্ঠিত রামুর ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারে চলছে বর্ণাঢ্য আয়োজন। বুধবার ভোর রাত থেকে শুরু হয় শ্রামান্য ধর্মে দীক্ষাদান, উপোসথ গ্রহণ, মহাসংঘদান, সদ্ধর্ম সভা ও জ্ঞাতি ভোজন। এরপর বিহার প্রাঙ্গনে পরিবেশিত হয় বুদ্ধ সংকীর্তন। এতে অংশগ্রহণ করেন হাজার-হাজার বৌদ্ধ ধর্মালম্বী।

এছাড়া বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কক্সবাজার সদর, উখিয়া, মহেশখালী, চকরিয়া, টেকনাফের বৌদ্ধ Snapshot - 17পল্লীগুলোতেও উদযাপিত ধর্মীয় নানা অনুষ্ঠানমালা। আর বৌদ্ধ বিহারগুলো সাজানো হয়েছে বর্ণিলভাবে। সকাল থেকে বৌদ্ধ বিহারগুলোতে জমে পূজারীদের ভিড়। দুপুরে বের হবে বুদ্ধ পূর্ণিমার শোভাযাত্রা, বিহারে-বিহারে পুঁজা-অর্চণা এবং সদ্ধর্ম সভা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে হাজারো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা।

পাঠকের মতামত: