ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

চকরিয়ায় পুলিশের অভিযানে চার লাখ টাকার নকল গাইড বই জব্দ

Chakaria Pic 08-06-2017চকরিয়া প্রতিনিধি :::

চকরিয়া পৌরশহরে অভিযান চালিয়ে লেকচার পাবলিকেশন নামের একটি প্রকাশনা কোম্পানির চার লাখ টাকা মূল্যের নকল বই জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল তিনটার দিকে থানার এসআই মো.আলমগীর হোসেনসহ সঙ্গিয় পুলিশদল চকরিয়া পৌরসদরের আজাদ লাইব্রেরী, ইসলামীয়া লাইব্রেরী, নিউ আজাদ লাইব্রেরী ও দি আজাদ লাইব্রেরীতে এ অভিযান চালায়। এ ছাড়াও পৌর শহরের আরো ডজন খানেক লাইব্রেরীতে প্রতিনিয়ত প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত গাইড ও নকল গাইড বই বিক্রি করা হলেও প্রশাসনের পক্ষ থেকে এসব অসাধু লাইব্রেরী ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন প্রকাশ অভযানে নামেনি প্রশাসন।

পুলিশ সূত্র জানায়, লেকচার পাবলিকেশনস নামের একটি প্রকাশনা সংস্থার ব্যবস্থাপক মারুফ হোসেন বাজারে তাঁর কোম্পানির নকল গাইড বই বিক্রি হচ্ছে দাবি করে গতকাল সোমবার সকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলামের কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে ইউএনও আইনানুগ ব্যবস্থা নিতে চকরিয়া থানার ওসিকে নির্দেশ দেন। পরে থানা পুলিশের একটিদল চকরিয়া শহরে অভিযান চালিয়ে এসব গাইড বই জব্দ করেন।

 

পাঠকের মতামত: