ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

রামপুর চিংড়ি জোনের প্রকল্প মালিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

NEWS Picture.ছবির ক্যাপশন ঃ রামপুর ১০ একর চিংড়ি সমিতির সভায় বক্তব্য রাখছেন সিরাজুল মোস্তফা

 রামপুর ১০ একর চিংড়ি চাষ প্রকল্প মালিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর এক জরুরী মত বিনিময় সভা মৎস্য অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে সমিতির সভাপতি মেহেরুজ্জামানের সভাপতিত্বে ও সম্পাদক মিজানুর রহমানে সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র সমিতির প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-সাবেক জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন, ফ্রোজেন ফুডস চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক মোরশেদ জাফর, মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক দিপক কুমার পাল, ১১ একর সমিতির সম্পাদক সৈয়দ নুরুল আকবর, নুরুল কাদের বি.কম,

 সভায় চিংড়ি প্রকল্প মালিকদের মধ্যে বক্তব্য রাখেন মেহের আলী চৌধুরী, মনছুর উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, আফতাব উদ্দিন চৌধুরী, মাষ্টার কামাল উদ্দিন, মীর দিল মোহাম্মদ খান, সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন-আমাদের সকল ইজারা গ্রহীতাগণদের ঐক্যবদ্ধ হয়ে ওইসব অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে। এই মামলা গুলোর বিষয়ে দলাদলি করলে আমরা পিছিয়ে পড়বো। সমিতির যে কোন প্রয়োজনে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, যা আপনাদেরও করতে হবে। সভায় শতাধিক চিংড়ি চাষি অংশ গ্রহণ করেন। পোল্ডার ভিত্তিক উপ-কমিটি ও মামলার বিষয়ে উপ-কমিটি করে মামলা মোকাবেলার সিদ্ধান্ত গৃহীত হয়। মামলা পরিচালনা কমিটির সদস্যরা হলেন-মেহের আলী চৌধুরী, মোর্শেদ জাফর, আফতাব উদ্দিন চৌধুরী, সৈয়দ নুরুল আকবর, মেহেরুজ্জামান ও মিজানুর রহমান। ঐক্যবদ্ধ ভাবে সকলে মিলে মামলাসহ সকল প্রতিকুলতা কাটিয়ে উঠে আমাদের এগিয়ে যেতে হবে বলে মতামত ব্যক্ত হয়।

পাঠকের মতামত: