ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

পেকুয়ায় র‌্যাবের হাতে চেয়ারম্যান ছৈয়দ নুর সহ আটক-৬

rajapic syeednur chairman pekua 18-06-16

নাজিম উদ্দিন, পেকুয়া ::

পেকুয়ায় রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ নুর সহ ৬জনকে আটক করেছে র‌্যাপিড একশান ব্যাটেলিয়ান (র‌্যাব)। রবিবার রাত ৮টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁশিয়াখালী বারাইয়াকাটা রাস্তার মাথা নামক স্থান থেকে তাদেরকে আটক করে র‌্যাব। এ রির্পোট লেখা পর্যন্ত (রাত ১০টা) র‌্যাব সদস্য রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়ায় চেয়ারম্যান ছৈয়দ নুরের বাড়িতে অভিযান পরিচালনা করছে বলে র‌্যাব সুত্রে নিশ্চিত হওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর সদস্যরা ওইদিন রাতে এবিসি সড়কের বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা রাস্তা মাথা থেকে একটি নোহা গাড়িসহ এ ৬জনকে আটক করে। আটককৃতদের মধ্যে চেয়ারম্যান ছৈয়দ নুরের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে অপর ৫জনের নাম জানা যায়নি। র‌্যাব-৭ চট্টগ্রাম পতেঙ্গাস্থ স্কোয়াড লীডার শাখাওয়াত জাহান ফাহিম জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা রাস্তার মাথা থেকে ছৈয়দ নুর সহ ৬জনকে আটক করা হয়েছে। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। ছৈয়দ নুরের বাড়িতে অভিযান চলছে। অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। ভারি অস্ত্রসস্ত্র থাকতে পারে। র‌্যাব কিছু নমুনাও পেয়েছে। তিনি জানায় অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের সিনিয়র এসপি মিফতানুর, শাহিদা সোলতানা ও আমির উল্লাহ।

পাঠকের মতামত: