ঢাকা,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

সরকারের আমলে কক্সবাজারে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে -চকরিয়ার সাহারবিলে নতুন মসজিদ উদ্বোধনে : মেয়র নাছির

18157395_424241624608969_3876002045129464940_nচকরিয়া উপজেলার সাহারবিল পশ্চিম নয়াপাড়া নব নির্মিত জামে মসজিদের উদ্ধোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ আ জ ম নাছির উদ্দিন। গতকাল ২৮এপ্রিল সকাল ১১টায় ফলক উম্মোচনের মাধ্যমে মসজিদের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন তিনি। উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কক্সবাজার জেলায় চোখ পড়ার মতো উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে। ইতোমধ্যে মহেশখালী দ্বীপকে ডিজিটাল আইল্যান্ড দ্বীপ হিসাবে উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধারাবাহিকতায় দোহাজারি থেকে কক্সবাজার রেললাইন, মাতারবাড়িতে কয়লা ভিত্তিক বিদ্যূৎ কেন্দ্র, কক্সবাজার মেডিকেল, মেরিন ড্রাইভ সড়ক, এলএনএমজি টার্মিনাল নির্মাণ ও সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর স্থাপন সহ অসংখ্য উন্নয়ন কর্মকান্ড হাতে নিয়েছে। উন্নয়ন কাজের পাশাপাশি ইতোমধ্যে সারাদেশে ৫৬০টি মসজিদ নির্মাণের সিন্দ্বান্ত নিয়েছেন সরকার। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এসব উন্নয়নকর্মকান্ড গুলো সাধারণ মানুষের কাছে পৌছে দিতে হবে। এক্ষেত্রে বার্তা বাহকের ভূমিকা পালন করতে হবে নেতাকর্মীদের।

এদিন সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাতামুহুরী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুলের সভাপতিত্বে মসজিদ চত্বরে অনুষ্ঠিত সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড.আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম রাব্বান, এড. ফরিদুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামীলীগ নেতা শফিকুল কাদের শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম, চসিক কাউন্সিলর তারেক সুলেমান সেলিম, চকরিয়া উপজেলা আওামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা লায়ন কমরুদ্দিন আহমদ, জিয়াউদ্দিন জিয়া, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, সাবেক পৌরসভার চেয়ারম্যান আনোরুল হাকিম দুলাল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আমিনুর রশিদ দুলাল, আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন জয়নাল, জেলা পরিষদ প্যানেল চোরম্যান পৌর আওয়ামীলীগ সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম কমিশনার, চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ সংসদের সাবেক ভিপি সাদেক হোসেন চৌধুরী পাপ্পু, সাবেক ভিপি মাসুদ করিম টিটু, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি তপন কান্তি দাশ, চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর মুন্না, লালখান বাজার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুদ, শ্রমিক নেতা বখতিয়ার, মাতামুহুরী আওয়ামীলীগ নেতা মাইনুদ্দিন চৌধুরী, চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক, কোনখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, সাবেক চেয়ারম্যান নুরে হোসেন আরিফ, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, আওয়ামীলীগ নেতা মাষ্টার আবুল কালাম। চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ সংসদের ভিপি চকরিয়ার সাহারবিল ইউনিয়নের সন্তান আবু তাহেরের ব্যবস্থাপনায় নির্মিত মসজিদটি উদ্বোধন করতে আসেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। ##

পাঠকের মতামত: