ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

শিল্পী রূপসীকে অপহরণ, ৮ ঘন্টা পর বনাঞ্চল থেকে উদ্ধার

roposhi-pekuaঅনলাইন ডেস্ক :::

কক্সবাজারের উখিয়ার মোহাম্মদ শফির বিল গ্রামে গানের অনুষ্টানে যাওয়ার পথে স্বামী ও সহশিল্পীদের মারধর করে চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী রূপসী জন্নাত পিরু (২১) কে অপহরণ করেছে দূর্বত্তরা। ২৪ এপ্রিল (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদ শফির বিল এলাকা থেকে তাকে অপহরণ করে। সে কক্সবাজারের পেকুয়া থানাধীন সরকারী ঘোনা গ্রামের আমির হোসেনের স্ত্রী। খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির আই.সি ষ্ট্যালিন বড়ুয়া ঘটনাস্থলে এসে স্থানীয় জনগনের সহায়তায় সাড়াশি অভিযান শুরু করে ৮ ঘন্টা পর ইনানীর গভীর বনাঞ্চল থেকে অপহৃত শিল্পীকে উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় অপহৃত শিল্পী রূপসী জন্নাত পিরু (২১) বাদী হয়ে চিহ্নিত র্দূবৃত্ত মোহাম্মদ শফির বিল গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে আব্দু সালাম (৩৬), মৃত আবু বক্করের ছেলে মোঃ জসিম (২৮) ও মৃত নুর আহম্মদের ছেলে মোঃ জমির (৩৩) সহ অজ্ঞাত নামা ৪/৫ জনের বিরুদ্ধে উখিয়া থানায় অপহরন মামলা দায়ের করে।

অভিযোগে প্রকাশ, চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক গানের শিল্পী রূপসী জন্নাত পিরু (২১) তার স্বামী আমির হোসেন (২৫) ও সহশিল্পী মর্জিনা আক্তার (২৬) মোঃ শহীদুল ইসলাম (২৮) নুরুল ইসলাম (৪১) দের নিয়া দীর্ঘ দিন ধরে বিভিন্ন সামাজিক ও বিবাহ অনুষ্টানে গান পরিবেশন করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। মোহাম্মদ শফির বিল গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে আব্দু সালাম (৩৬) তার ছেলের খৎনা অনুষ্টানে গান পরিবেশন করার জন্য বিশ হাজার টাকায় শিল্পী ভাড়া করে। শিল্লীরা অনুষ্টানে আসার পথে উক্ত আব্দু সালাম সহ তার সহযোগীরা শিল্পীকে অপহরন করে। ইনানী পুলিশ ফাঁড়ির আইসি ষ্ট্যালিন বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জনগনের সহায়তায় তাৎক্ষনিক পুলিশী অভিযান পরিচালনা না করলে র্দূবৃত্তরা শিল্পী রূপসী জন্নাত পিরু (২১) এর ইজ্জত নষ্ট সহ বড় ধরনের অঘটন ঘটনোর আশংকা ছিল। উখিয়া থানার অফিসার ইনচার্জ জানান, চিহ্নিত র্দূবৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত: