ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

পেকুয়ায় পৃথক ঘটনায় আহত- ৪

পেকুয়ায় চাষির চুরিকাঘাতে মালিক আহতpekua-dc-new

পেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় বর্গাচাষার চুরিকাঘাতে মালিক গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে ১৯এপ্রিল সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে। আহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৬৪)। তিনি সদর ইউনিয়নের পুর্ব গোঁয়াখালী টেকপাড়া এলাকার মৃত.আলী হোসেনের ছেলে। এর সুত্র ধরে ভিকটিম গত ২৩এপ্রিল চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা রুজু করেন। মামলা সুত্রে জানা গেছে নুরুল ইসলাম গংদের ১একর ৬৯শতক জমি বর্গা চাষ করছিলেন একই ইউনিয়নের বাইম্যাখালী এলাকার মৃত.রৌশন আলীর ছেলে আবুল কালাম প্রকাশ আবুনি। মালিকের ৮শতক জমি আবুনি জবর-দখল করে ঘর ভিটা তৈরি করে। এনিয়ে মালিক পক্ষ চাষার বিরুদ্ধে পেকুয়া থানায় একটি অভিযোগ দেন। বৈঠকে আবুনি নিজের দায় স্বীকার করে ভবিষ্যতে এ তৎপরতা থেকে বিরত থাকবেন মর্মে লিখিত অঙ্গিকার দেন। সম্প্রতি আবুনি শর্ত ভঙ্গ করে ওই স্থানে ফের বাঁধ দিয়ে দখলের চেষ্টা চালায়। মালিক পক্ষ এতে বাধা দেয়। এ সময় আবুনির নেতৃত্বে দুর্বৃত্তরা মালিক পক্ষকে হামলার চেষ্টা চালায়। এ বিষয়ে নুরুল ইসলাম পেকুয়া নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। নুরুল ইসলাম জানায় ঘটনার দিন সকালে আমি নিজ বাড়ি থেকে পেকুয়া বাজারে যাচ্ছিলাম। ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে পৌঁছলে পুর্ব থেকে ওতপেতে থাকা আবুল কালাম প্রকাশ আবুনি ও তার ছেলে মো.রানা আমাকে টানা হেচড়া করে তার দোকানে নিয়ে যায়। এ সময় আমার কাছ থেকে একটি খালি ষ্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে। স্বাক্ষর না দেয়ায় তারা আমার উপর ক্ষিপ্ত হন। এক পর্যায়ে চুরিকাঘাত করে। এমনকি লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্বক জখম করে। এ সময় আমার কাছ থেকে ভিসার ক্রয়ের এক লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় আহত-৩

………………………………………

পেকুয়া প্রতিনিধি

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় তিন জন আহত হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের আরবশাহ বাজার-পেকুয়া বাজার সড়কের জিন্নার টেক নামক স্থানে এ ঘটনাটি ঘটে। রাজাখালী পুলিশ বিট গাড়ি দু’টি জব্দ করেছেন। আহত গোলাম কাদের (৫০) রাজাখালী ইউনিয়নের বামুলার পাড়া এলাকার মৃত.ছৈয়দ আকবরের ছেলে। অপর দু’জনের নাম পাওয়া যায়নি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় ওইদিন সকালে রাজাখালী সবুজ বাজার থেকে সিএনজি যোগে তারা পেকুয়া বাজার আসছিলেন। এ সময় জিন্নার টেক নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে আসা অপর একটি সিএনজি গাড়ি ধাক্কা দেয়। এ সময় গাড়ি থেকে ছিটকে পড়ে তিন যাত্রী। এতে তারা আহত হয়েছেন।

পাঠকের মতামত: