ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মাঠ কাপাচ্ছে চকরিয়ার আঞ্চলিক গানের শিল্পি সোনিয়া

বিনোদন প্রতিবেদক ::

পল্IMG_20170416_180339_699লী গায়ের মেয়ে আঞ্চলিক গানের কন্ঠ শিল্পী মিস সোনিয়া এখন মাঠ কাপাচ্ছে। চকরিয়া উপজেলার কোনাখালী পথ শিল্পী আজিম কালুর মেয়ে। পিতার সানিধ্য পেয়ে এখন আলোচিত হয়ে উঠছে কক্সবাজার জেলাসহ পুরো চট্টগ্রামে। ইতিমধ্যে বেশ কটি গানের এলব্যাম ও প্রকাশ হয়েছে। তার বেশ কটি গান ইউটিওবেও প্রাকাশিত হয়েছে। দেশ বিদেশে তার গানের ক্যাসেট এখন জনপ্রিয়তা লাভ করে।
মিস সোনিয়া গরীব পরিবারের কন্যা হলেও স্কুলে তার ছিল গানের সুনাম। শিক্ষকদের অনুপ্রেরণায় সে গানের মধ্যে বিভিন্ন পুরুস্কার লাভ করে। স্কুলে গান গাওয়া থেকে লোকজন নিয়ে যায় তাকে গ্রাম্য বিভিন্ন অনুষ্ঠানে। বিয়ে, মেIMG_20170416_180339_699হেদী, বৌভাত, জন্মদিন অনুষ্ঠানের পাশাপাশি মঞ্চ অনুষ্ঠানও। আঞ্চলিক গানের পাশাপাশি পাচঁ মিশালী গান গাওয়ার কারণে জনপ্রিয়তা লাভ করে। এর পর সোনিয়া চলে যায় শিল্পী জগতের মাঝে। তার পিতার অনুপ্রেরনায় ও চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজার ও লোহাগাড়ার গানের ক্যাসেট প্রকাশনার সহযোগিতায় বেশ কটি ক্যাসেট, সিডি আকারেও প্রকাশিত হয়েছে । তার সিডি ক্যাসেটের মধ্যে  গ্রাম্য মানুষের সুখ-দু:খের কথা নিয়ে রসের কমলা, মডেল এখন নায়িকা, ডিজিটাল ভালবাসা, ডিসকো মায়া, আজব রংয়ের ফুলসহ বেশ কটি ক্যাসেট সিডি প্রকাশিত হয়েছে। শিল্পি সোনিয়া বলেন, শিল্পিমনা ধনীদের সহযোগিতা  পেলে বাংলাদেশ বেতার ও টিভিতে গান গেয়ে কক্সবাজার জেলার সুনাম অক্ষুন্ন রাখতে পারি। তিনি আরো জানান, শিল্পী জগতে যখন প্রবেশ করি তা হলে আগামীতে আরো কিছু সিডি প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছি। আপনারা আমাকে সার্বিক ভাবে সহযোগিতা করবেন।

পাঠকের মতামত: