ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ইয়াবা ব্যবসায়ীদের পাওয়া মাত্র গুলি করুন -উখিয়ায় পথসভায় বক্তরা

SSওমর ফারুক ইমরান, উখিয়া :::

কক্সবাজারের উখিয়া সদর ষ্টেশনে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে মানব বন্ধন ও পথ সভায় বক্তারা বলেছেন, ইয়াবা ব্যবসায়ীদের পাওয়া মাত্র গুলি করুন। শীর্ষ পাচারকারীদের আইনের আওতায় আনার দাবী জানান। উখিয়া-টেকনাফের মূল সমস্যা ইয়াবা। ইয়াবার চালান ধরা পড়লে ও মূল আসামীরা ধরা পড়ে না। শস্যের মধ্যে ভূত আছে। কিছু জনপ্রতিনিধির কারনে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ইয়াবা পাচারের কারনে আইন শৃংঙ্গলা পরিস্তিতি দিন দিন অবনতি হচ্ছে। আর যুব সমাজ ধ্বংসের প্রধান কারন ইয়াবাসহ সর্বনাশা মাদক। গতকাল রবিবার বিকাল ৪টার দিকে অনুষ্ঠিত পথ সভায় সভাপতিত্ব করেন উখিয়া ্্্উপজেলা মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহবায়ক ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী প্রকাশ রাজা শাহ আলম। বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া থানার ওসি আবুল খায়ের, উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল বশর, উখিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি সুলতান মাহামুদ চৌধুরী, জালিয়া পালং ্্্্্্্্্্্্্্্্ইউনিয়নের সাধারন সম্পাদক এড. রুহুল আমিন চৌধুরী রাসেল, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল আলম নুরু, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য এ আর জিহান চৌধুরী, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ নোমান, সাধারন সম্পাদক মকবুল হোসেন মিথুন, সাবেক ইউপি সদস্য আবদুর রহিম রাজা, রাজাপালং ইউনিয়ন সেচ্চাসেবক লীগের সভাপতি নুর মোহাম্মদ শেখর, রতœাপালং ইউনিয়ন সেচ্চাসেবক লীগের সভাপতি কাসেদ নুর, ছাত্রলীগ নেতা বেলাল আহমদ । অন্যান্যদের মধ্যে ছিলেন উখিয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি অহিদুল হক চৌধুরী, মোহাম্মদ শাহ জাহান, আবুল কাশেম বাবুল ও মাসুদ আমিন শাকিল।

 ##############

উখিয়ায় এক যুবকের আতœহত্যা

ওমর ফারুক ইমরান, উখিয়া :::

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোল এলাকায় গলায় ফাঁস লাগিয়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে । গতকাল রবিবার সকালে উখিয়া থানা পুলিশ লাশ ্উদ্ধার করে থানায় নিয়ে আসেন।্্্্্্্্্্্ উখিয়া থানা সূত্রে জানা যায়, ্্্্্্্্্্উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা গ্রামের আবুল কালামের ছেলে দিন মজুর আবু হামজা(১৬)। প্রতিদিনের মত ঘুমাতে যান আবু হামজা । রবিবার ভোরে নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ই্্্্্্উপি সদস্য তোফাইল আহমদ বলেন, গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করে । উখিয়া থানার ওসি আবুল খায়ের সত্যতা স্বীকার করেন ।

 ####################

উখিয়ায় বিজিবির অভিযানে ইয়াবা উদ্ধার

ওমর ফারুক ইমরান, উখিয়া :::

৩৪বর্ডার গার্ড ব্যাটালিয়ান আওতাধীন মরিচ্যা যৌথ চেক পোষ্টের বিজিবি জোযানরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় কাউকে আটক করতে পারেনি।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দেড় লক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছেন। মরিচ্যা যৌথ চেকপোষ্টের নায়েব সুবেদার নজরুল ইসলাম বলেন, গতকাল রবিবার সাড়ে ১২টার দিকে টেকনাফ থেকে কক্সবাজার মুখী যাত্রীবাহি গাড়ী তল্লাশী চালিয়ে ২৮০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি ।

 #################

উখিয়ায় চলন্ত ট্রাকে ড্রাইভারের মৃত্যু

ওমর ফারুক ইমরান, উখিয়া ::::

উখিয়া উপজেলার ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকা চলন্ত ট্রাকে হৃদযন্ত্র বন্ধ হয়ে ড্রাইভারের মৃত্যু হয়েছে। ১৫ এপ্রিল শনিবার দুপুর আড়াইটার সময় এ ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী ড্রাইভার হচ্ছে- টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়ন বড় ডেইল পাড়া গ্রামের আবু তাহের এর ছেলে রশিদ আহাম্মদ প্রকাশ বলি রশিদ ড্রাইভার (৫০)। নিহতের ছেলে হাফেজ মোঃ ইয়াছের জানান, উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার শামশুল আলম এর মালিকানাধীন মহিষ নিয়ে তার পিতা ড্রাইভার রশিদ আহমদ টেকনাফ থেকে পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৪-৬৯৯৭) চালিয়ে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে আসার পথে ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক নামক এলাকায় আকস্মিক হৃদযন্ত্র বন্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি ইতিপূর্বেও কয়েক বার স্ট্রোক করেছিলেন। ইনানী পুলিশ ফাঁড়ির এসআই ছোটন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত ড্রাইভারের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

পাঠকের মতামত: