ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ইসলামাবাদ চেয়ারম্যানের ফোম হাউজে অগ্নিকান্ড, রক্ষা পেয়েছে শতাধিক দোকান পাট

wwwwমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :::

ঈদগাঁওতে আকষ্মিক অগ্নিকান্ডে পুড়ে গেছে একটি ফোম হাউজের কারখানা। অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি মার্কেটের শতাধিক দোকান পাট। ১৫ এপ্রিল সাড়ে ১০টায় বাজারের কাপড়ের গলির ঈদগাঁও ফোম হাউজে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দোকানটির মালিক ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ নুর ছিদ্দিক। চেয়ারম্যান পুত্র ও দোকান পরিচালক মো. রেজা খাঁন জানান, তার দোকানের ৩য় তলায় অবস্থিত ফোম সামগ্রী তৈরীর কারখানায় হঠাৎ আগুন ধরে যায়। এতে ঐ কারখানায় মজুদকৃত ফোম তৈরীর সরঞ্জামে আগুন লেগে ক্রমশ তা বিস্তার হতে থাকে। ধোঁয়া দেখে অগ্নিকান্ড অনুমিত হওয়ায় উপরে উঠে দেখেন যে, কারখানায় আগুন জ¦লছে। অগ্নিকান্ডের খবরে তাৎক্ষণিক চতুর্দিক থেকে শত শত লোক ঐ দোকানের সামনে এসে ভিড় করেন। এক পর্যায়ে বাজারবাসী ৩য় তলার উপরে রক্ষিত ট্যাংকের পানি দিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকান্ডে ১০/১২ হাজার টাকার সামগ্রী পুড়ে যায় বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন। এদিকে উক্ত কারখানার অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে আশেপাশের শতাধিক দোকানপাট অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল বলে জানান অগ্নিকান্ড দেখতে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোজাম্মেল হক। এদিকে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণে আনতে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শাহজালালের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ অবস্থান করছিলেন। আকষ্মিক এ দূর্ঘটনার খবরে বাজারবাসীসহ ঈদগাহ হাইস্কুল মাঠে চলমান বৈশাখী মেলা থেকে সহ¯্রাধিক ছাত্রছাত্রী ঘটনাস্থলে ছুটে যায়। এসময় অন্যদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে এ প্রতিনিধির সাথে কথা বলার সময় জালালাবাদের দু’ মেম্বার নুরুল আলম ও মোক্তার আহমদ ঈদগাঁওতে ফায়ার সার্ভিস স্থাপিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

পাঠকের মতামত: