ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়ায় ব্যক্তিগত অনুদানে শহর রক্ষা বেড়িবাঁধ মেরামত কাজ উদ্ভোধন

qqqqএম.জিয়াবুল হক, চকরিয়া :::

চকরিয়ায় অবশেষে ব্যক্তিগত অনুদানে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত শুরু করেছেন স্থানীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ। মঙ্গলবার দুপুরে এমপি ইলিয়াছ উপস্থিত থেকে চকরিয়া পৌরশহর রক্ষাবাঁেধর মেরামত কাজ উদ্বোধন করেছেন। চলতি অর্থবছর পানি উন্নয়ন বোর্ড পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাবে সঠিক সময়ে মেরামত কাজ শুরু করতে পারেনি। এ কারনে চলতি বর্ষা মৌসুমে আগে জনগনের দুর্ভোগ লাগবের বিষয়টি মাথা রেখেই এমপি ইলিয়াছ ব্যক্তিগত অনুদানে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত কাজের সুচনা করেছেন।

চকরিয়া শহররক্ষা বাঁেধর মেরামত কাজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের সদস্য আসমাউল হুসনা, পৌর কাউন্সিলর মুজিবুল হক মুজিব, নজরুল ইসলাম, মাদরাসা সুপার নুরুল আবছার, মানবাধিকার কর্মী আবদুল হামিদ ও এমপির সহকারি মো.নাজেম উদ্দিন প্রমুখসহ এলাকার সুধীজন।

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধূরী বলেন, চকরিয়া শহররক্ষা বাঁধটি গত কয়েকবছরের বন্যার কারনে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। বারবার বলার পরও কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ সংস্কারে সঠিক সময়ে অর্থ বরাদ্দ দিতে পারেনি। ফলে স্থানীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ ব্যক্তিগত অনুদানে বেড়িবাঁধটি মেরামতের উদ্যোগ নিয়েছেন। তাঁর এ ধরণের একটি ভাল কাজের কারনে শহররক্ষা বাঁেধর উপর নির্ভরশীল আশপাশ এলাকার প্রায় ১০ হাজার জনসাধারণ এবার বন্যার তান্ডব থেকে রক্ষা পাবে।

জানতে চাইলে চকরিয়া-পেকুয়া আসনের এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ বলেন, জনগনের দুর্ভোগ লাগবে চলতি অর্থবছর পানি উন্নয়ন বোর্ড মাতামুহুরীর তীর সংরক্ষনসহ চকরিয়া উপজেলার উপকুলীয় অঞ্চলে একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করছেন। কিন্তু অর্থ সংকটের কারনে পৌরশহর রক্ষাবাধেঁর ক্ষতিগ্রস্থ অংশের বিভিন্ন অংশে তাঁরা মেরামত কাজ করতে পারছেনা। তিনি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে জনগনের দুর্ভোগ লাগবে আমার ব্যক্তিগত তহবিলের উদ্যোগে বেড়িবাঁধের অন্তত ৭শত ফুট ক্ষতিগ্রস্থ অংশে মেরামত কাজ শুরু করা হয়েছে। আশা করি মেরামত কাজ শেষ হলে চলতি বর্ষা মৌসুমে এতদাঞ্চলের জনসাধারণ বন্যার তান্ডব থেকে রক্ষা পাবে। #

পাঠকের মতামত: