ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

শিক্ষিত সন্তানরাই পারে দেশকে বিশ^ দরবারে দাঁড় করাতে -ঈদগাঁওতে এমপি কমল

wwwমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :::

কক্সবাজার-রামুর জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন সরকারের চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বর্তমান সরকার শিক্ষক, শিক্ষা ব্যবস্থা ও শিক্ষাঙ্গনের উন্নয়নে নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে। তিনি বলেন, আজকের শিশুরা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে। সন্তানদের শিক্ষিত করার পেছনে মায়েদের ভুমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষিত সন্তানরাই পারে এ সমাজ ও জাতিকে বিশ^ দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে। তিনি ১০ এপ্রিল সকালে ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ ও এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি মাস্টার নুরুল আজিমের সভাপতিত্বে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার শহিদুল আযম, সদর উপজেলা শিক্ষা অফিসার শেখ আহমদ চৌধুরী, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আবু শামিম, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, মহেশখালী মেডিকেল অফিসার ডা. আবদুর রহিম আমানী, কক্সবাজার মেডিকেল কলেজ প্রভাষক ডা. রূপস পাল, ডায়াবেটিস কেয়ার সেন্টার এর সার্জন ডা. মো. ইউছুফ আলী, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ইসলামাবাদ চেয়ারম্যান মো. নুর ছিদ্দিক, প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সিনি. যুগ্ম সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। শুরুতে স্বাগত ভাষণ দেন প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। ‘প্রতিটি মা হবে একটি সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’ শ্লোগানে আয়োজিত এ পুরস্কার বিতরণে আরো ছিলেন ঈদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ সাধারণ সম্পাদক আলহাজ¦ জসিম উল্লাহ মিয়াজী, এসএমসি কমিটি সহ-সভাপতি জানে আলম, এসএমসি সদস্য আবদুল মজিদ খান, পোকখালী আ.লীগ সভাপতি মোজাহের আহমদ, জালালাবাদ আ.লীগ সাধারণ সম্পাদক এম. মমতাজুল ইসলাম রিয়াজ, ঈদগাঁও এমইউপি নুর জাহান, মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দীন, উত্তর লরাবাক সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফরিদুল আলম, মোহনবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এমরান ্আলী চৌধুরী, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক এম. মোখতার আহমদ, সিনিয়র শিক্ষক মো. রেজাউল করিম, কৃষি শিক্ষক তারিকুল হাসান তারিক, জালালাবাদ এমইউপি মোক্তার আহমদ, ইসলামাবাদ এমইউপি সাইফুল ইসলাম, এমইউপি দিদারুল ইসলাম, এসএমসি সদস্য উত্তম কুমার মল্লিক, সৌদি প্রবাসী ইমরানুল হক চৌধুরী, সদর যুবলীগ সহ-সভাপতি মিজানুল হক, জেলা ছাত্রলীগ নেতা ফিরোজ উদ্দীন খোকা, হামিদ হাসান প্রমুখ। অন্য বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রাইমারী লেভেলে। শিক্ষার শুরুটাই যদি ভাল না হয়, তাহলে উচ্চতর শিক্ষায় কাঙ্খিত ফলাফল আসবে না। উন্নত দেশগুলোতে প্রাথমিক শিক্ষাকে মূল ভিত্তি হিসাবে দেখা হয়। গুণগত শিক্ষার মাধ্যমে দেশের উন্নয়ন ঘটাতে হবে। অর্থাৎ শিক্ষাই হবে দেশের মূল চালিকা শক্তি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক বদিউর রহমান ও সহকারী শিক্ষক শফিউল আলম। অন্যদের মধ্যে ছিলেন সহকারী শিক্ষক শাহেদা বেগম, ফাতেমা আক্তার, মো. আবু তাহের, অধীর চন্দ্র দে, রতন দে প্রমুখ। শেষে আমন্ত্রিত অতিথিরা বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার ও বিগত পিইসিই পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধিত করেন।

পাঠকের মতামত: