ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

জেলার এলজিইডির উন্নয়ন কাজে স্থবিরতা

আহমদ গিয়াস,  কক্সবাজার :
কক্সবাজার জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) অধিকাংশ লোকবলই শূণ্য। বর্তমানে জেলা সদরসহ জেলার ৮ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ১৬৯টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ৮৪ জন। পদ শূণ্য রয়েছে ৮৫টি। এরফলে গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাটের উন্নয়ন কাজে সৃষ্টি হয়েছে স্থবিরতা।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) সূত্র মতে, কক্সবাজার জেলায় এ বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য পদ রয়েছে ১৬৯টি। এরমধ্যে ৮ উপজেলার প্রতিটিতে ১৯ জন করে এবং জেলা কার্যালয়ের জন্য ১৭টি পদ রয়েছে। কিন্তু অধিকাংশ পদেই এখন কোন লোক নেই। বর্তমানে জেলা কার্যালয়ে ‘কম্পিউটার অপারেটর’ ও ‘রোলার চালক’র দুটি পদ শূণ্য থাকলেও উপজেলা পর্যায়ের অবস্থা অত্যন্ত শোচনীয়। উপজেলাগুলোতে অধিকাংশ পদই এখন শূণ্য। এমনকি একটি উপজেলা ছাড়া বাকীগুলোতে উপজেলা প্রকৌশলীর মত গুরুত্বপূর্ণ পদও খালি।
সূত্রমতে, কক্সবাজার সদরে উপজেলা প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী (নকশাকার), হিসাব সহকারী, অফিস সহকারীসহ ৫টি পদ শূণ্য, রামুতে উপজেলা সহকারী প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী (নকশাকার), সার্ভেয়ার, কমিউনিটি অর্গানাইজার, কার্য সহকারী, হিসাব সহকারী, অফিস সহকারী, অফিস সহায়কসহ ৯টি পদ শূণ্য, চকরিয়ায় উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী (নকশাকার), হিসাব রক্ষক, কমিউনিটি অর্গানাইজার, ৩ জন কার্য সহকারী, অফিস সহকারী, কম্পিউটার অপারেটরসহ ১২টি পদ শূণ্য, পেকুয়ায় উপজেলা প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী (নকশাকার), সার্ভেয়ার, হিসাব রক্ষক, কার্য সহকারী, অফিস সহকারী, কম্পিউটার অপারেটরসহ ১১টি পদ শূণ্য। তবে সবচেয়ে শোচনীয় অবস্থা দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়। এখানে ১৯টি পদের মধ্যে লোক আছে সহকারী প্রকৌশলী ও একজন উপ সহকারী প্রকৌশলীসহ মাত্র চার জন। বাকী ১৫টি পদই খালি। এছাড়া মহেশখালীতে উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী (নকশাকার), সার্ভেয়ার, হিসাব রক্ষক, কার্য সহকারী, অফিস সহকারী, কম্পিউটার অপারেটরসহ ১১টি পদ শূণ্য, উখিয়ায় উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী, সার্ভেয়ার, হিসাব রক্ষক, কমিউনিটি অর্গানাইজার, কার্য সহকারী, অফিস সহকারী, কম্পিউটার অপারেটরসহ ৮টি পদ শূণ্য এবং টেকনাফে উপজেলা প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী (নকশাকার), সার্ভেয়ার, হিসাব রক্ষক, কমিউনিটি অর্গানাইজার, ২টি কার্য সহকারী, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, অফিস সহায়কসহ ১২টি পদ দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে।
এবিষয়ে কক্সবাজারের বিশিষ্ট ঠিকাদার, চট্টগ্রাম-কক্সবাজার উপকূলীয় আঞ্চলিক মহাসড়ক বাস্তবায়ন কমিটির মহাসচিব এমএ আজিজ মাহবুব বলেন- কক্সবাজার এলজিইডিতে অধিকাংশ পদ খালি থাকায় গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাটের উন্নয়ন কাজে নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। এরফলে উন্নয়ন কাজে যথাযথ তদারকির অভাব প্রকট হয়ে ওঠেছে। মানুষ সরকারী কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে ঠিকাদারেরা উর্ধতন মহলের কাছে শূণ্য পদ পূরণের দাবী জানিয়ে আবেদন করেছে।
কক্সবাজার জেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী সাহেদুর রহিম বলেন- কক্সবাজার এলজিইডিতে কর্মরত ও শূণ্য পদের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতি ৩ মাস অন্তর প্রতিবেদন পাঠানো হয়। গত জানুয়ারি মাসে পাঠানো প্রতিবেদনে ৮৪ পদে কর্মরত এবং ৮৫ পদে লোকবল শূণ্য উল্লেখ করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে আরো একটি প্রতিবেদন পাঠানো হবে। সেখানেও আগের রিপোর্ট অপরিবর্তিত থাকবে। অধিকাংশ পদ শূণ্য থাকায় কক্সবাজার এলজিইডির কার্যক্রম সুচারুপে চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত: