ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সুশাসনের জন্য সকল সরকারিদপ্তরে হয়রাণিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে -চকরিয়ায় দুদক কমিশনার

 চকরিয়ায় সরকাPicture Chakaria 08-04-2017,রি কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার নাসির উদ্দিন আহমদ।

এম.জিয়াবুল হক, চকরিয়া :::

দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ বলেছেন, চট্টগ্রাম বিভাগে চকরিয়া উপজেলাকে দুর্নীতিমুক্ত মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এইজন্য উপজেলার সকল সরকারি দপ্তরে হয়রাণিমুক্ত শতভাগ সেবা নিশ্চিত করতে হবে। সকল কর্মকর্তা-কর্মচারীকে সৎ ও ন্যায়-নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, সরকার তার কর্মকর্তা-কর্মচারিদের বেতন ভাতা দ্বিগুণ করেছে। এখন যদি কেউ দুর্নীতি করে তাহলে দুদক কাউকে রেহাই দেবেনা। তিনি গতকাল রোববার দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতিবিরোধী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপ¯ি’ত সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে একথা বলেন।

চকরিয়া উপজেলা প্রশাসনের সার্বিক ব্যব¯’াপনায় দুর্নীতি দমন কমিশন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চকরিয়া মতবিনিময় সভাটি আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দুদকের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মোঃ মনিরুজ্জামান, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম, দুদকের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মোঃ আবু সাঈদ, ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কাশেম, চট্টগ্রামের উপ-পরিচালক সৈয়দ আহমেদ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ দিদারুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা সনাক সভাপতি আলহাজ ফরিদ উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিক বিগত সময়ের গণশুনানীর পর উপজেলার চারটি সরকারি দপ্তরগুলোর কি ধরণের পরিবর্তন হয়েছে তা তুলে ধরেন। এসময় বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির চকরিয়া উপজেলা সভাপতি মো. নোমান, টিআইবি’র আঞ্চলিক ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু মোহাম্মদ বশিরুল আলম, চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এসএম মনজুর, সাহারবিল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রুহুল কুদ্দুস, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ সম্পাদক মো. নুরুল আবছার, সমকালের চকরিয়া প্রতিনিধি এম আর মাহমুদ, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, চিরিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিম উদ্দিন, ক্রেল প্রকল্পের চকরিয়া উপজেলা সমন্বয়কারী আবদুল কাইয়ুম প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি, আইনজীবি সমিতির প্রতিনিধি, নারী প্রতিনিধি, যুব প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার নাসির উদ্দিন আহমদ বলেন, জনসাধারণ যাতে সরকারি অফিসের সেবা সঠিকভাবে পায় সেটা নিশ্চিত করতে হবে। সরকারের টাকায় স্কুল কলেজ চলে, তাই শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে লেখাপড়া চলে সেটা জানার অধিকার জনগনের আছে। হাসপাতালে কি চিকিৎসা দেয়া হয়, ডাক্তার সঠিকভাবে হাসপাতারে আসে কিনা সেটা দেখার ও জানার অধিকার জনগণের আছে। আমরা এসেছি জনগনের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় তা নিশ্চিত করার জন্য। সকলকে ঐক্যবদ্ধভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

তিনি আরো বলেন, চকরিয়াকে আমরা দুর্নীতির সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই। আমরা অনেক আশা নিয়ে চট্টগ্রাম বিভাগের মধ্যে চকরিয়া উপজেলাকে বেচেঁ নিয়েছি দুর্নীতিমুক্ত উপজেলা ঘোষনা করার জন্য। একাজে সকলের সহযোগিতা চাই। টিআইবি’র এরিয়া ম্যানেজারের এক প্রশ্নের উত্তরে দুদক কমিশনার প্রত্যেক অফিসকে আগামী ৭ দিনের মধ্যে তথ্য কর্মকর্তা নিয়োগ দেয়ার নির্দেশ দেন এবং বলেন, প্রত্যেক অফিসকে তাদের অফিসে প্রয়োজনীয় তথ্যবোর্ড ও সিটিজেন চার্টার ¯’াপন করতে হবে। প্রত্যেকের সম্পদের হিসাব দিতে হবে। তিনি অনুষ্ঠানে প্রত্যেক সরকারি অফিসকে প্রতি সপ্তাহে একবার গণশুনানী আয়োজনের নির্দেশ দেন এবং এজন্য রেজিষ্টার সংরক্ষণের পরামর্শ দেন।#

পাঠকের মতামত: