ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

বঙ্গবন্ধুর নামে দিল্লীর পার্ক স্ট্রিটের নামকরণ

 bongabonduঅনলাইন ডেস্ক :::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ভারতের রাজধানী নয়া দিল্লীর পার্ক স্ট্রিটের নামকরণ করেছে নয়াদিল্লী মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)। প্রধানমন্ত্রীর ভারত সফর শুরুর আগের দিন বৃহস্পতিবার দুই দেশের মধ্যে বন্ধুত্বের নিদর্শন হিসেবে এনডিএমসি কর্তৃপক্ষ নামকরণের এ সিদ্ধান্ত অনুমোদন করে বলে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। এনডিএমসির এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সফরের প্রাক্কালে পার্ক স্ট্রিটের নাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ ১২ জন কাউন্সিল সদস্য নামকরণের এ প্রস্তাবে সম্মতি দেন বলে এনডিএমসির কর্মকর্তারা জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে শুক্রবার দুপুরে ভারত পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভারতে এটা হবে শেখ হাসিনার প্রথম সরকারি সফর। এর আগে বৃহস্পতিবার নামকরণের সিদ্ধান্তের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশটিতে পৌঁছার আগেই নতুন নামে সড়কটির সাইনবোর্ড পরিবর্তনের কাজ কর্তৃপক্ষ অনুমোদন করবে বলে সাংবাদিকদের বলেছিলেন এনডিএমসির ভাইস চেয়ারম্যান করন সিংহ তানোয়ার।

 

 

পাঠকের মতামত: