ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় বনবিভাগের কোটি টাকার জমি দখল করে ভবন নির্মাণ

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া ::chakaria pic
কক্সবাজার উত্তর বনবিভাগের অধীন ফাসিয়াখালী রেঞ্জের মালুমঘাট স্টেশন এলাকায় কোটি টাকা মূল্যের বনভুমি জবর দখল করে বহুতল ভবন নির্মাণের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। জবরদখল বিষয়টি প্রকাশ্যে হলেও বনবিভাগ নিরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন।
স্থানীয় লোকজন জানান, গত ৫ এপ্রিল স্থানীয় একটি প্রভাবশালী রফিক, মনজুর ও নুর হোসেনের নেতৃত্বে ফাসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা মালুমঘাট স্টেশন এলাকায় প্রায় ১ একর বনভুমি জবরদখল করে নেয়। সেই থেকে জবরদখলকারিরা ওই স্থানে বহুতল ভবন নির্মাণের প্রস্তুতি সম্পন্ন করেছে। স্থানীয় লোকজন আরও জানান, জবরদখলকৃত জমি মালুমঘাট বাজারের নিকটে হওয়ায় মূল্য আকাশ চুম্বি। জবরদখলের পর বিক্রি করলেও পাওয়া যাবে কোটি টাকা। তাই দুর্লোভের বসবসতি হয়ে স্থানীয় প্রভাবশালী মহলরা বেপরোয়া হয়ে মহাসড়ক ও বাজারের আশপাশের বনভুমি জবরদখলে মেতে উঠেছে। ধারাবাহিকভাবে গত ৫ এপ্রিল দিনে দুপুরে প্রভাবশালী মহলটি প্রায় ১ একর বনভুমি জবরদখলে নেয়। জবরদখলকৃত ভুমির আনুমানিক মূল্য অন্তত কোটি টাকা হবে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন। প্রত্যক্ষদর্শীরা অভিযোগে জানান, মালুমঘাট ষ্টেশনের সাথে ফাঁসিয়াখালী রেঞ্জ অফিস। এ রেঞ্জ অফিসের নাকের ডগায় দিনে দুপুরে জবরদখল কাজ চললেও রেঞ্জ অফিসার ও বিট কর্মকর্তারা নীরব দর্শকের ভূমিকায় রয়েছেন। এ বিষয়ে রেঞ্জ অফিসার মতিয়ার রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, বিষয়টি তারা উপরে জানিয়েছেন এবং জবরদখলকৃত জমি উচ্ছেদ করা হবে।

পাঠকের মতামত: