ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা শনিবার থেকে

নিজস্ব প্রতিবেদক :::
ঢাকা: বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা শনিবার থেকে শুরু হচ্ছে। এই পদে নিয়োগে আগ্রহী পরীক্ষার্থীদের কয়েকটি নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সেখানে বলা হয়েছে, পরীক্ষার্থীরা ব্যাগ ও মোবাইল ফোনসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে পারবেন না।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সহেলী ফেরদৌস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কনস্টেবল পদের পরীক্ষার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্রাদি ছাড়া কোনো ধরনের ব্যাগ, ব্যাকপ্যাক, প্যাকেট, মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
পরীক্ষার্থীদের সম্মানিত অভিভাবক এবং আত্মীয়-স্বজনকে পরীক্ষা কেন্দ্রের কমপক্ষে ২০০ গজ দূরে অবস্থান করার জন্যও অনুরোধ জানাচ্ছে পুলিশ সদর দফতর।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে ৮৫০০ জন পুরুষ ও ১৫০০ জন নারীসহ সর্বমোট ১০০০০ জন প্রার্থীকে বাছাই করা হবে। এ বিষয়ে গত মার্চ মাসে সার্কুলার জারি করেছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স। শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষা হবে প্রত্যেকের নিজ নিজ জেলায়। আগ্রহী প্রার্থীদেরকে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষাসহ নির্দিষ্ট তারিখে সকাল ৯.০০ ঘটিকার পূর্বেই নিজ জেলাস্থ পুলিশ লাইন্স-এ প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
জেনে নিন কোন জেলায় কবে পরীক্ষা
০৮ তারিখ শারীরিক ও ১০ তারিখ লিখিত পরীক্ষা যে যে জেলায়: ঢাকা, গোপালগঞ্জ, টাংগাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্রগ্রাম, কুমিল্লা, কুষ্টিয়া, রাজশাহী, বরিশাল এবং হবিগঞ্জ মোট ১১টি জেলা। ০৯ তারিখ শারীরিক ও ১১ তারিখ লিখিত পরীক্ষা যে যে জেলায়: ফরিদপুর, নেত্রকোনা, শেরপুর, বি-বাড়ীয়া, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, রংপুর এবং দিনাজপুর মোট ১১টি জেলা।

১০ তারিখ শারীরিক ও ১২ তারিখ লিখিত পরীক্ষা যে যে জেলায়: মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, বাগেরহাট, নড়াইল, গাইবান্ধা, কুড়িগ্রাম, পটুয়াখালী, সিলেট এবং সুনামগঞ্জ মোট ১০ টি জেলা।

১৫ তারিখ শারীরিক ও ১৬ তারিখ লিখিত পরীক্ষা যে যে জেলায়: মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ফেনী, মাগুরা, মেহেরপুর, জয়পুরহাট এবং ঝালকাঠি মোট ১১টি জেলা।

১৬ তারিখ শারীরিক ও ১৭ তারিখ লিখিত পরীক্ষা যে যে জেলায়: গাজীপুর, নরসিংদী, কক্সবাজার, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ভোলা এবং মৌলভীবাজার মোট ১১ টি জেলা।

১৭ তারিখ শারীরিক ও ১৮ তারিখ লিখিত পরীক্ষা যে যে জেলায়: মাদারীপুর, রাজবাড়ী, চাঁদপুর, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, নাটোর, নীলফামারী, পিরোজপুর এবং বরগুনা মোট ১০টি জেলা।

পাঠকের মতামত: