ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

লোহাগড়ায় কৃষিনাশক ওষুধ খেয়ে ৫০ শিক্ষার্থী অসুস্থ

1491226532

কৃষিনাশক ওষুধ খেয়ে লোহাগড়া উপজেলার চরকোটাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। 

সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, সোমবার সকালে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চরকোটাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারিভাবে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। ২০-২৫ মিনিট  পর পঞ্চম শ্রেণির মাসুরা খানম, সাথি, শারমিন ,নাদিম, তৃতীয় শ্রেণির রাজিব, ফয়সাল, সাদিয়া, চতুর্থ শ্রেণির সাব্বির শেখ, মদিনা খাতুন, পাপিয়া, নাহিদ, নাহিদুল ইসলাম, তানভীর, ইয়াসিন, লিমাসহ অন্তত ৫০ শিক্ষার্থী বমি করে অসুস্থ হয়ে পড়ে। পরে  অসুস্থদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ব্যাপারে প্রধান শিক্ষক মোল্যা আসাদুজ্জামান বলেন, এ কাজ স্বাস্থ্য বিভাগের কর্মীদের। অথচ, তারা নিজেরা না করে আমাদের কাছে দিয়ে যায়।

সহকারী শিক্ষা অফিসার মকসুদুল হক জানান, প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে ট্যাবলেট খাওয়ানো হয়েছিল। অসুস্থ হয়েছে ৫০ জন।

পাঠকের মতামত: