ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

দুদকের মামলায় এলও শাখার উচ্চমান সহকারী কাশেম ও এড. নুর মোহাম্মদ সিকদার গ্রেফতার

cox-Arrest-Pic-03-04-17_1ছৈয়দ আলম, কক্সবাজার :
মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ২০ কোটি টাকা দুর্নীতির মামলায় কক্সবাজার জেলা প্রশাসনের এলও শাখার উচ্চমান সহকারী আবুল কাশেম মজুমদার ও এডভোকেট নুর মোহাম্মদ সিকদারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৩ এপ্রিল সোমবার সকাল ১০ টায় ও সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের এলাকায় পৃথক অভিনব অভিযানে চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

দুদক সূত্রে জানা যায়, মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ২০ কোটি টাকা আত্মসাতের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক অজয় কুমার সাহার নেতৃত্বে অভিযুক্ত আসামী দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে। অভিযানে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-২ এর (এসি) গোলাম মোস্তফা ও ওসমান গণি। অপরদিকে দুদকের আরেকটি টিম একই মামলার আসামী চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে কক্সবাজারের সাবেক সার্ভেয়ার ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

বর্তমানে গ্রেপ্তারকৃতরা কক্সবাজার সদর মডেল থানা হেফাজতে রয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত: