ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-জনপ্রতিনিধি একযোগে কাজ করার অঙ্গিকার -চকরিয়া থানায় মতবিনিময় সভায় বক্তারা

cnচকরিয়া প্রতিনিধি :

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং জন প্রতিনিধি একে অপরের পরিপূরক, এটিকে ভিন্নভাবে দেখার কোন সুযোগ নেই। এ বাস্তবতায় চকরিয়া থানার আইনশৃঙ্খলা রক্ষা তথা জনগণের শান্তিপূর্ণ জীবন যাপন নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি এবং থানা পুলিশ একযোগে কাজ করা হবে বলে অঙ্গিকার ব্যক্ত করা হয়েছে। গতকাল চকরিয়া থানা সার্ভিস ডেলিভারী সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এ অঙ্গিকার ব্যক্ত করা হয়। এ মতবিনিময় সভার শুরুতে নবাগত ওসি. বখতিয়ার উদ্দিন চৌধুরী ইতোপূর্বে এখানে উপ-পরিদর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতার আলোকে বলেন-চকরিয়ার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ তথা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বমহলই অত্যন্ত সহযেগিতা মূলক মনোভাবাপন্ন। ফলশ্রুতিতে সহজে এখানে বড় ধরণের কোন অপরাধী অনায়াসে তাদের অপরাধ কর্ম পরিচালিত করতে পারে না।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম। ইউপি চেয়ারম্যানগণের মধ্যে ইউপি চেয়ারম্যান ফোরামের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক, থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, হারবাং ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিরানুল ইসলাম, কাকারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান, বরইতলী ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা জালাল আহমদ সিকদার, খুটাখালী ইউপি চেয়ারম্যান মৌলানা আব্দুর রহমান, পুর্ববড় ভেওলা ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আনোয়ারুল আরিফ চৌধুরী দুলাল, বদরখালী ইউপি চেয়ারম্যান খায়রুল বশর বক্তৃতা করেন। তাঁরা স্থানীয় কোন বিষয়ে থানায় বিভিন্ন জনের আনিত অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজন বশত ইউপি চেযারম্যানদের সাথে যোগাযোগ এবং কোন নিরাপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না-হয়, সে বিষয়ে থানা পুলিশের সজাগ দৃষ্টি কামনা করেন। সভা সঞ্চালনা করেন- থানা পুলিশের উপ-পরিদর্শক দেবব্রত রায় দীপ্ত।

পাঠকের মতামত: