ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে গ্রামীণফোনের ২২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক ::gp

মুঠো ফোনে খুদে বার্তা পাঠিয়ে প্রতারণার অভিযোগে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের ২২ কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়ের করেছে  নগরীর সিইপিজেড ব্যাংক কলোনির এক বাসিন্দা।

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রাম চতুর্থ মহানগর হাকিম হারুন উর রশিদের আদালতে মামলাটি দায়ের করা হয়। বাদী  এস এইচ এম হাবিবুর রহমান আজাদ পেশায় একজন আইনজীবী।

বাদী ইপিজেড এর বাসিন্দা হওয়ায় মামলাটি বিষয়ে খতিয়ে দেখতে ইপিজেড থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি (৫৫), প্রধান মানবসম্পদ কর্মকর্তা ও পরিচালক শরীফ আহমেদ (৫০), টেকনিক্যাল বিভাগের স্পেশালিস্ট আহমেদ মঞ্জুর উদ দৌলা (৫২), অর্থ তহবিলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মো. শাহেদ (৫০), ট্রাস্টি বোর্ডের সদস্য মাইনুর রহমান ভুঁইয়া (৪৮), মঈনুল কাদের (৪৫), মঞ্জুর উদ দৌহা (৪৭), হেড অব এক্সটারনাল কমিউনিকেশান সৈয়দ তালাত কামাল (৪২) সহ ২২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে ‍বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৬৬(২)/৭৪ ধারায় অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয় বলে বাদির আইনজীবী এডভোকেট শেখ ইফতেখার সাইমুম চৌধুরী জানান।

পাঠকের মতামত: