ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারী থাকবে

এম.এ আজিজ রাসেল:HSC-PIC-

আগামী ২ এপ্রিল থেকে সারা দেশের ন্যায় কক্সবাজারেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে ২৮ মার্চ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। সভাপতির বক্তব্যে জেলা তিনি বলেন, পরীক্ষা কেন্দ্র ও পাশ্ববর্তী এলাকা ১৪৪ ধারা জারী থাকবে। কেন্দ্র ও শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে প্রয়োজনীয় সংখ্যক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হবে। অবাধ, সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। কেন্দ্র সংশ্লিষ্ট নহে বা অনাকাঙ্খিত কোন ব্যাক্তির কেন্দ্রে প্রবেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেন জেলা প্রশাসক মহোদয় এবং এ ব্যাপারে কোন অনভিপ্রেত ঘটনার সৃষ্টি হলে তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থার নেয়ার নির্দেশ প্রদান করেন কেন্দ্রে দায়িত্বরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটদেরকে। এ ছাড়া তিনি আরও বলেন, ঋতু অনুযায়ী এখন প্রাকৃতিক দুর্যোগের সময়, যদি কোন কারণে এর প্রভাব সৃষ্টি হয় তাহলে প্রশ্ন ও উত্তরপত্র নিরাপদ হেফাজতে সংরক্ষণ, বহনসহ পরীক্ষা আদায়ের অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আগাম প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাইয়েমা হাসান, বিভিন্ন কলেজ, মাদ্রাসাসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন। সভায় পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, প্রাথমিক স্বাস্থ্য সেবার সরঞ্জাম প্রস্তুত রাখা ও পাশ্ববর্তী এলাকার লাইব্রেরী বা ফটোকপিয়ারের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

পাঠকের মতামত: