ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে কর্মসুচি পালন

zzzএম.জিয়াবুল হক, চকরিয়া :::

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শনিবার যথাযথ মর্যাদায় চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসুচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। এদিন সকালে পৌর কমিউনিটি সেন্টার মাঠে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দিবসটি স্বরণে ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে মাঠের নির্ধারিত মঞ্চে অনুষ্টিত হয় আলোচনা সভা।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, উপজেলা সহকারি কমিশনার ভুমি মো.দিদারুল আলম, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খাঁন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মো.নুরুল আবছার, মুক্তিযোদ্ধা আমির হামজা, সাবেক কাউন্সিলর রেজাউল করিম চৌধুরী রাজা মিয়া, শিক্ষক আবু তাহের প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যাক শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন। #

পাঠকের মতামত: