ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ঈদগাহ হাইস্কুলে জমজমাট ক্রিকেট ম্যাচে ব্যাপক সুধী সমাগম

aaaaaমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::

ঈদগাঁওতে ইউনিটি আয়োজিত টি-২০ ক্রিকেট ম্যাচে কক্সবাজার জেলা ক্রিকেট একাদশ ৬৬ রানে খাঁন বাহাদুর মোজাফ্ফর আহমদ ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। কক্সবাজার জেলা দল প্রথমে ব্যাট করে ২০২ রানের টার্গেট দেয় প্রতিপক্ষকে। খাঁন বাহাদুর মোজাফ্ফর আহমদ ক্রিকেট একাদশ ১৭ ওভারে ১৩৫ রান করে অল আউট হয়। ফলে ৬৬ রানে এ দল কুপোকাত হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজিত দলের এহেছান। বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও ১০ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়। বিজিত দলকে রানার্স আপ ট্রফি ও ৫ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়। খেলার আম্পায়ার ছিলেন হারুনুর রশিদ ও মো. শামিম। ম্যাচ রেফারী ছিলেন মো. এরশাদ। ধারাভাষ্য করেন মো. বেলাল। স্কোরার ছিলেন নুরুল আলম ও মো. সিরাজ। বিজয়ী দলের প্রত্যককে আয়োজক সংস্থার পক্ষ থেকে নতুন জার্সি এবং বিজিত দলের প্রত্যেককে ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মাস্টার সলিম উল্লাহ স্যার চ্যারিটি এ ক্রিকেট ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠান শিরোনাম উপস্থাপন, জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় ও ইউনিটি পতাকা উত্তোলন, আবহ সংগীত, স্পট পরিচালককের মাঠে প্রবেশ, বিভিন্ন প্রান্তর থেকে বিভিন্ন জনের প্রবেশ অনুষ্ঠিত হয়। যার মধ্যে ছিল পেশাজীবি, মুক্তিযোদ্ধা, আমন্ত্রিত শিক্ষক-শিক্ষিকা, কন্ঠশিল্পী, ব্যবসায়ী, স্পন্সর, ইউনিটির উপদেষ্টাবৃন্দ, গর্বিত প্রতিষ্ঠা সদস্যবৃন্দ, দাতা সদস্যবৃন্দ, নির্বাহী সদস্যবৃন্দ, আম্পায়ার ও স্কোরার। খেলোয়াড়দের সাথে অতিথি ও সংগঠন কর্মকর্তারা শুভেচ্ছা বিনিময় করেন। আবু ছিদ্দিক ও তার দল যৌথভাবে হামদ পরিবেশন করে। কবিতাবৃত্তি করে তৌহিদা আজিম, মাহমুদ আল মক্কী ও জসিম উদ্দীন। ডিসপ্লেতে অংশ নেয় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ও নাপিতখালী মাধ্যমি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম রহিম উল্লাহ। সংগঠনের ৫ বছর পূর্তি স্মারক ‘প্রভৃতি’ উম্মোচন করেন ঈদগাহ ফরিদ আহমদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা। ইউনিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ ইবরাহীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় শুরুতেই কোরআন তিলাওয়াত করে ঝরে পড়া কর্মসূচীর সমন্বয়ক মহি উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। এতে বিজয়ী দল প্রাপ্ত ১০ হাজার টাকার প্রাইজ মানি থেকে ৫ হাজার এবং বিজিত দল প্রাপ্ত ৫ হাজার প্রাইজমানি থেকে আড়াই হাজার টাকা সংগঠনের জন্য অনুদান দেয়। এছাড়া খেলা চলাকালে হেলপিং বক্সে ১৫ হাজার ৯শ ১৬ টাকা সংগ্রহ হয়। সংগৃহীত এ অর্থ ও অংশগ্রহণকারী দু’দলের প্রদত্ত অনুদানের ৪০ শতাংশ সাকলাইন মোস্তাককে এবং ৩৫ শতাংশ হারে শেফালী পাল ও প্রতিবন্ধী মো. আরিফকে অনুদান হিসাবে দেয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ও নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুরস্কার বিতরণ করেন ইউনিটির শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সুলতান আহমদ ও দাতা সদস্য আলমগীর চৌধুরীসহ উপস্থিত অতিথিরা। এতে মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, ডা. শামসুল হুদা, ডা. অজিত দাশ, আবু তৈয়ব চৌধুরী, আহমদ কবির, মুক্তিযোদ্ধা স্বপন পাল, এএসআই মাঈনুদ্দীন চৌধুরী, আবদুচ ছালাম, শিল্পী নুর মোহাম্মদ, ইউনিটির উপদেষ্টা অধ্যাপক আবদুর রহিম, সাহিত্য উপদেষ্টা কবি হুমায়ুন সিদ্দিকী, মিডিয়া উপদেষ্টা সাংবাদিক মো. রেজাউল করিমসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ছাড়াও আয়োজক সংগঠনের সদস্য নওশাদ, সালাহ উদ্দীন, বিকাশ শর্মা, রিকো, বকর, রাজ্জাক, রমিজ, সালেহ, মিজান, কাউছার, এহেছান, মুজিব, কাশেম, রুবেল, আনিছ, জসিম, হারুন, নয়ন, রাসেল শর্মা, শাহজাহান, হারুনুর রশিদ, শোয়াইব, সরওয়ার, মনছুর, রহিম উল্লাহ প্রমুখ অংশ নেন।

পাঠকের মতামত: