ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চূড়ান্ত অভিযানে সেনাবাহিনী, গুলি-বোমায় কেঁপে উঠছে দক্ষিণ সুরমা

Surmaনিউজ ডেস্ক ::

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি পাঠানপাড়াস্থ জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে একের পর বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠছে দক্ষিণ সুরমা। ভেসে আসছে মুহুর্মুহু গুলির শব্দ।

শনিবার বেলা ২টায় প্রথম দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

পরে বেলা ২টা ১৭ মিনিট এবং ২টা ৩১ মিনিটে ফের দু’দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুপুর ২টার আগ পর্যন্ত দুই বার গুলির শব্দ পাওয়া গেলেও দুপুর ২টা থেকে মুহুর্মুহু গুলির শব্দ পাওয়া যাচ্ছে। এর মধ্যে ২টা ৭ ও ২টা ১০ মিনিটে দুটি বোমা বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। এরপর পৌনে এক ঘণ্টায় অন্তত আটবার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২ টার দিকে আতিয়া মহল থেকে ২ জন তরুণী, ১ তরুণ ও ১ শিশুকে বের করে নিয়ে আসতে দেখা যায় অভিযানরত আইনশৃঙ্থলা রক্ষাকারী বাহিনী সদস্যদের। এরপরই ভবন থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মনে করছেন, এগুলো শক্তিশালী গ্রেনেডের বিস্ফোরণ হতে পারে।

সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা এখন আতিয়া মহলে জঙ্গিদের ফ্ল্যাটে চূড়ান্ত অভিযানে রয়েছেন। অভিযানের নেতৃত্বে আছেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।

পাঠকের মতামত: