ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের রুখে দাঁড়াতে হবে -মুজিব চেয়ারম্যান

এম.জিয়াবুল হক,চকরিয়া :::4

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, আওয়ামীলীগ সভানেত্রী দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই রাজনৈতিক অপশক্তি ফের মাঁথা ছড়া উঠেছে। তাঁরা আবারও চোরাঘোপ্তা হামলা শুরু করেছে। বিশ^দরবারে শেখ হাসিনা সরকারের সফলতা নস্যাৎ করতে চক্রটি এসব অপর্কম করছে। তাই আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে এই অপশক্তির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ভেদাভেদ ভুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে একহয়ে কাজ করতে হবে। গতকাল বুধবার বিকালে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্টিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারবাং ইউনিয়ন সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভাপতি আজিম উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য-সচিব আওয়ামীলীগ নেতা দারুস ছালাম মোহাম্মদ রফিকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও জেলা আওয়ামীলীগের বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমর উদ্দিন আহমদ। সমাবেশে বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ শামীম, সদস্য উম্মে কুলছুম মিনু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন জয়নাল, কক্সবাজার শহর আওয়ামীলীগ নেতা নাজমুল হোসেন নাজিম, হারবাং ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিরানুল ইসলাম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, উপজেলা আওয়ামীলীগ নেতা পরিমল বড়–য়া, হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেরাজ উদ্দিন মেরাজ, আওয়ামীলীগ নেতা মাষ্টার সফিউল আলম, মাষ্টার জিয়াউদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিরান প্রমুখ। এছাড়াও সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন। #

পাঠকের মতামত: