ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মহেশখালীতে জলদস্যুদের বিরুদ্ধে জেলেদের মানববন্ধন

mbঅনলাইন ডেস্ক :::

সাগরে জলদস্যুতা বন্ধ করতে মহেশখালী উপকূলের জেলে ও বোট মালিকদের মানববন্ধন। জেলেদের দাবী আমরা বাচঁতে চাই। জলদস্যুদের কবল হইতে আমাদের রক্ষা করুন। অন্যতায় আমরা জীবনের ঝুকি নিয়ে জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করবো।

গত ২০ দিন ধরে মহেশখালীর ৩০টির ফিশিং ট্রলার ডাকাতির শিকার হয় সাগরের বিভিন্ন পয়েন্টে। এতে ২ জন জেলে জলদস্যুদের হাতে প্রাণ হারায়। আজ সকাল ১১টায় মহেশখালী বোট মালিক ও জেলেদের আয়োজনে উপজেলা চত্তরে বিশাল এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে। এতে পৌর মেয়র, সাবেক চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করে। জেলেদের মুখে প্রতিবাদের ভাষা ‘হয় মরবো না হয় মারবো, আর একজন জেলে ভাইকেও মরতে দেব না’।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় স্বারাষ্ট্রমন্ত্রনালয়ের স্বারকলিপি প্রদান করে জেলেরা। জেলেরা জানান, মহেশখালীর বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা জড়িত রয়েছে বলে জানান।

পাঠকের মতামত: