ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

তনু হত্যার এক বছর আজ

Tonu20160322070359অনলাইন ডেস্ক :::

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকা-ের এক বছর পূর্ণ হচ্ছে আজ সোমবার। গত বছরের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি জঙ্গল থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। পরের দিন তাঁর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে তদন্তের ভার একাধিক সংস্থার হাত বদল হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে হত্যাকা-ে জড়িতরা। মামলার অগ্রগতি একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছে। গত বছরের ১ এপ্রিল থেকে মামলাটির তদন্ত করছে কুমিল্লা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এদিকে তনু হত্যাকা-ের পর থেকেই চলছে বিচারের দাবিতে আন্দোলন। বিচারের দাবিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ  নানা কর্মসূচি পালন করে। করা হয় মানববন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ। তনুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার জেলার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তনুর বাবা ইয়ার হোসেন।

পাঠকের মতামত: