ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালির ৩য় মৃত্যবার্ষিকী উপলক্ষে জিয়াফত সম্পন্ন

ah bangaliনিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

বাংলাদেশ মুুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা কমান্ডের প্রয়াত সাংগঠনিক কমান্ডার ও চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ আনোয়ার হোসেন বাঙ্গালির ৩য় মৃত্যবার্ষিকী ১৯ মার্চ লক্ষ্যারচরস্থ মরহুমের বাড়িতে (মুক্তিযোদ্ধা কুঠির প্রাঙ্গনে) জিয়াফত (মেজবান) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মরহুমের স্ত্রী লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নেছারা বেগমের তত্বাবধানে বড়ছেলে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিমসহ পরিবার সদস্যরা অনুষ্ঠানটির আয়োজন করেন।

এদিন জেয়াফত অনুষ্ঠানে অংশ গ্রহন করেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তাফা, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, আমিনুর রশিদ দুলাল, মিজানুর রহমান, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, জেলা পরিষদের নারী সদস্য আসমাউল হুসনা, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছরওয়ার আলম, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার, ফজলুল করিম সাঈদী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার, আওয়ামীলীগ নেতা নুরুল আবছার সওদাগর, কবির হোসেন মেম্বার, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী সহ জেলা, উপজেলা, পৌরসভা আওয়ামীলীগ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার ও চকরিয়া উপজেলা কমান্ডের নেতৃবৃন্দ, সমাজের সকলস্থরের প্রতিনিধি এবং এলাকার কয়েক হাজার জনসাধারণ।

পাঠকের মতামত: