ইংরেজি ও কম্পিউটারে দক্ষতা অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। অন্যথায় উচ্চ শিক্ষিত হয়েও আধুনিক বিশ্ব থেকে পিছিয়ে থাকবে শিক্ষার্থীরা। কক্সবাজারের সী পার্ল ইন্সটিটিউটের ইংলিশ ফান উৎসবে বক্তারা একথা বলেন।
শহরের রুমালিয়ারছড়াস্থ সী পার্ল ইন্সটিটিউট ক্যাম্পাসে আয়োজিত উৎসবে প্রধান অতিথি ছিলেন এ ফরিদ টেকনিক্যাল ও বিএম কলেজের অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান। ইন্সটিটিউটের অন্যতম পরিচালক নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফান উৎসবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সাইফুল্লাহ খালেদ, আজগর আলী ও সমাজ সেবক নুরুচ্ছফা প্রমুখ।
ইন্সটিটিউটের পরিচালক মোঃ দেলাওয়ার কবির ও মোঃ মোয়াজ্জেম হোসাইনের যৌথ সঞ্চালনায় ফান উৎসবে শিক্ষার্থীরা ইংরেজিতে বক্তব্য প্রদান করেন এবং অনুভূতি ও অভিব্যক্তি শেয়ার করেন।
পরে কম্পিউটার ও স্পোকেন ইংলিশ কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
পাঠকের মতামত: