ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে পরিবহন মালিক শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প নেই -শাজাহান খাঁন এমপি

sssssssssকক্সবাজার জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এক মত বিনিময় সভা কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব শাজাহান খাঁন এমপি. মাননীয় মন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রনালয় ও কার্যকরী সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বিশেষ অতিথি ছিলেন জনাব সায়মুম সরওয়ার কমল এমপি. সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি জনাব নইমুল হক চৌধুরী টুটুল, প্রধান অতিথি জনাব শাহাজান খাঁন বলেন, সাম্প্রতিক সময়ে আপনারা লক্ষ্য করেছেন, পরিবহন সেক্টর নিয়ে প্রভাবশালী মহলে বড় ধরনের ষড়যন্ত্র চলছে, এমতাবস্থায় পরিবহন মালিক শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোন বিকল্প পথ নেই। পরিবহন মালিক শ্রমিকদের নিজেদের মধ্যে সৃষ্ট সকল ভেদাভেদ ও ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াঁনোর আহ্বান জানান। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত বিভিন্ন পরিবহন মালিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ যথাক্রমে-এস্তাফিজুর রহমান, এড. তাহের আহামদ সিকদার, গিয়াস উদ্দিন চৌধুরী, ইমাম খালেক স্বপন, ফয়েজ উদ্দিন আহামদ, গিয়াস উদ্দিন, জহিরুল ইসলাম সিকদার, শফিউল্লাহ আনচারী, ফজলুল করিম সাইদী, মফিজুর রহমান, আবদুল সবুর, নাছির উদ্দিন, মোহাং ছিদ্দিক, জিন্নাত আলী, জালাল উদ্দিন, মনজুর আলম, এরশাদুজ্জামান সুমন, আবু তাহের হেলালী, নুরুল আমীন পুতু, সওকত হোসেন, পরিমল বড়–য়া, মোহাং ইউসুপ, ছিদ্দিক আহামদ, সরওয়ার কামাল, মোহাং আলমগীর, মোঃ আবদুল্লাহ, জাহাঙ্গীর আলম প্রমুখ নেতৃবৃন্দ ।

পাঠকের মতামত: