ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ঈদগাঁওতে পাহাড় চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

kalirchara-mati-picসেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি,

কক্সবাজার সদরের ঈদগাঁওতে পাহাড়ের মাটি চাপা পড়ে নুরুচ্ছফা (২৪) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ইউনিয়নের শিয়া পাড়া মৃত নুরুল ইসলামের পুত্র বলে জানা গেছে। ৮ মার্চ দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে বর্নিত ইউনিয়নের রমিজের কাইন্দা নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নিহত নুরুচ্ছফা রমিজের কাইন্দা নামক এলাকায় বাড়ি নির্মানের জন্য মাটি সংগ্রহ করতে যায়। এ সময় পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে যায়। স্থানীয়দের সহযোগীতায় দীর্ঘ তিন ঘন্টা পর তাকে উদ্ধার করে। এসময় এম এ খান নামের এক ব্যক্তি উদ্ধার করতে গিয়ে আহত হয়েছে। সে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ নিহতের সুরহতাল রিপোর্ট তৈরি করেছে। ঈদগাও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো.খাইরুজ্জামান, এস আই জাহাঙ্গীর আলম ও কক্সবাজার ফায়ার সার্ভিস কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আই সি মো খাইরুজ্জামান ও স্থানীয় এমইউপি মাহমুদুল করিম মিনার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত: