ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চকরিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের ধাওয়া

সিএন রিপোর্ট :::chakaria jb 08-03-2017

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী ২০ দলীয় জোটের শীর্ষনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট দাখিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চকরিয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে সকাল সাড়ে ১১ টায় চকরিয়া পৌর শহরের প্রধান সড়কে এক বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ দিকে মিছিলটি চকরিয়া নিউ মার্কেটের সামনে হয়ে পুরাতন বাস ষ্ঠেশন যাওয়ার পথে হাইস্কুল সড়কের মাথায় পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা পুলিশ ভ্যান আসতে দেখে মিছিলটি পন্ড হয়ে দিক বেদিক চলে যায়।

চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি ইব্রাহিম খলিল কাকনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণকারী নেতাকর্মীরা—।

উপজেলা যুবদলের সভাপতি ইব্রাহিম খলিল কাঁকন ও পৌর যুবদলের সভাপতি মাহমুদুল করিম মিছিলের নেতৃত্ব দেয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক  এম আবদুর রহিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম নুরুল আমিন, পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি একারামুল হক, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, উপজেলা যুবদলের সহসভাপতি সাইফুল ইসলাম খোকন, পৌর যুবদলের সহ সভাপতি জিয়াউদ্দিন বাবুল, কামরুল হাসান, হাসান মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ আবদুল ওয়াদুদ, উপজেলা তরুন প্রজন্ম দলের আহবায়ক মাঈন উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কায়ছার হামিদ,পৌরসভা ওয়ার্ড যুবদলের সভাপতি যথাক্রমে, মো: ইদ্রিস, জয়নাল আবেদীন, মিজানুর রহমান বাদশা, সাইফুল ইসলাম, জমির উদ্দিন মনু, উপজেলা যুবদলের সহসাংগঠনিক মমতাজ উদ্দিন মিয়া, পৌরসভা ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক যথাক্রমে আবু বক্কর, মনিরুল ইসলাম, মো: এরশাদ, মো: ইলিয়াছ, মো সোয়াইব, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক ফরহাদুল ইসলাম, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সিকদার শহিদ, পৌরসভা যুবদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সিনিয়রসহ সভাপতি শরিফুল ইসলাম শরিফ,  উপজেলা তরুন প্রজন্ম দলের হারুনর রশিদ ওসমানী, উপজেলা যুবদলের সহ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম নিরব, ওয়াজেদ হাসান রাসেল, ক্রীড়া সম্পাদক হারুনর রশিদ, সমবায় বিষয়ক জসিম উদ্দিন রানা, সাহিত্য সম্পাদক জসিম উদ্দিন মানিক, তথ্য প্রযুক্তি সহ নুরুল হাকিম, পৌর যুবদল নেতা নুরুল আবছার, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, মো: ইলিয়াছ, আতিক, ছাত্রদল নেতা মো: বাদশাসহ উপজেলা ও পৌরসভা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তরা বলেন, দেশ নেত্রীর কিছু হলে সারা বাংলা অচল করে দেয়া হবে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে আগামী কর্মসূচীর মাধ্যমে এ অবৈধ সরকারের পতন ঘটানো হবে। এসময় খালেদা জিয়া, তারেক রহমান ও সালাহ উদ্দিন আহমদসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।##

পাঠকের মতামত: