ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ঈদগাহ হাইস্কুলের কেন্দ্র সচিবকে অব্যাহতি

প্রেস বিজ্ঞপ্তি: aba h

পরীক্ষা সংক্রান্ত নানান অনিয়ম, দুনীর্তি ও পরীক্ষা পরিচালনা নীতিমালা লঙ্ঘন করার দায়ে অবশেষে কক্সবাজার সদরের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও কক্স- ২ এর কেন্দ্র সচিব খুরশিদুল জান্নাতকে দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। তদস্থলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সেলিম উদ্দিনকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত স্মারক নং ০৫.২০.২২০০.২২২৪.০৫.১২.২০১৭-১১৭ নং স্মারকমূলে প্রেরিত এক পত্রমূলে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য ইতোপূর্বে উক্ত কেন্দ্র সচিবের নানান গোপন তথ্য এলাকাবাসী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সহ উর্ধতন কর্তৃপক্ষের বরাবরে পাঠালে এ নিয়ে শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে সরাসরি তদন্তে আসেন। এছাড়া পরীক্ষা পার্শ্ববর্তী পরীক্ষা কেন্দ্রের সচিবের উপর হামলার প্রচেষ্টা এমনকি মাধ্যমিক স্কুল সার্টিেিফকেট পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০১৭ গোপন রেখে প্রশাসনের চোখে ধুলো দিয়ে তার নিজের সন্তানের পরীক্ষা চালানোর পাশাপাশি তিনি কেন্দ্র সচিবের দায়িত্বে বহাল তবিয়তে ছিল। অথছ নীতিমালার ২ নং এর “গ” ৩ কলামে স্পস্ট উল্লেখ রয়েছে কোন শিক্ষক অথবা কোন কর্মকর্তার ছেলে/মেয়ে পরীক্ষায় অংশগ্রহন করলে তিনি কেন্দ্র সচিব হতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা াফিসার মো: সেলিম উদ্দিন জানান তিনি পত্র পেয়ে ১ মার্চ হতে দায়িত্ব পালন করছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী উক্ত কেন্দ্র সচিবের বিরুদ্ধে দৃষ্টান্ত শাস্তির দাবী জানিয়েছে।

পাঠকের মতামত: