ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

চকরিয়ায় মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আলমের ইন্তেকাল,রাস্ট্রীয় মর্যদায় দাফন

Nurul Alam Chakaria 28.02.2017এম.জিয়াবুল হক, চকরিয়া :::

চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যান, বৃহত্তর চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চেয়ারম্যান ২৮ ফেব্রুয়ারী রাত ২টা ২০ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে—- রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। ২৮ ফেব্রুয়ারী আছরের নামাজের পর চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্টিত হয়েছে। নামাজে জানাজার আগে রাস্ট্রীয় মর্যদা প্রদর্শন করা হয়। রাস্ট্রীয় মর্যদা প্রদানের সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম খান উপ¯ি’ত ছিলেন। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর¯’ানে দাফন করা হয়েছে।

নামাজে জানাজার আগে তার বর্নাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এএইচ সালাহ উদ্দিন মাহমুদ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট আমজাদ হোসেন, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রেীয় কমিটির সদস্য উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী বশিরুল আলম। কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, জেলা আওয়ামীলীগের সদস্য বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, মরহুমের বড় ছেলে চট্টগ্রাম সিটি কলেজের প্রভাষক রেজাউল করিম মুহাম্মদ তারেক, ছোট ছেলে আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি খ.ম আওরঙ্গজেব বুলেট, ছাত্রমৈত্রীর নেতা ওসমান গনি। জানাযায় অংশ নেন চকরিয়া পৌরসভার প্রথম চেয়ারম্যান আনোয়ারুল হাকিম দুলাল, জেলা পরিষদের সদস্য, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক কমর উদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য অধ্যাপক সোলতান আহমদ, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি, দৈনিক চকোরী পত্রিকার সম্পাদক ও বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, অধ্যাপক একেএম সাহাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল ও জিএম আবুল কাশেম, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলম, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফজলুল করিম সাঈদী, জামাল উদ্দিন জয়নাল, ছৈয়দ আলম কমিশনার, শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, ইউপি চেয়ারম্যান আজিমুল হক, চেয়ারম্যান শওকত ওসমান, চেয়ারম্যান জসিম উদ্দিন, চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর, চকরিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন, উপজেলা স্বে”ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি অরিফুল ইসলাম চৌধুরী। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নামাজে জানাজায় অংশ নেন।।#

পাঠকের মতামত: