ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

লামা সার্কেলকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা হবে .এএসপি ভূইয়াঁ মাহাবুব হাসান

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ1

বান্দরবানের লামা সার্কেলকে (লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা) সন্ত্রাস ও মাদকমুক্ত করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যাক্ত করলেন সদ্য যোগদানকৃত এএসপি ভূইয়াঁ মাহাবুব হাসান। পুলিশ এখন জনগণের বন্ধু। আগে জনগণ পুলিশের কাছে এসে সেবা নিত, এখন পুলিশ জনগণের দৌঢ়গোড়ায় গিয়ে সেবা দিচ্ছে। বিশেষ করে কমিউনিটি পুলিশিং কার্যক্রম বাড়ানো কারণে সাধারণ মানুষ আইনী নানান হয়রানী থেকে রেহাই পাচ্ছে। বর্তমান সরকার ধারাবাহিকভাবে যে উন্নয়ন করছে তাতে বিরোধীদলও তাদের কাজের সমালোচনা করার সুযোগ পাচ্ছেনা। এই ধারাবাহিকতা থাকলে অচিরে দেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। ২৭ ফেব্রুয়ারী সোমবার বেলা ১১টায় বান্দরবানের লামার মাতামুহুরী ডিগ্রী কলেজের ‘অগ্রযাত্রার ৩০ বছর’ অনুষ্ঠানের এক প্রস্তুতি সভা এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন, ‘অগ্রযাত্রার ৩০ বছর’ উৎযাপন কমিটির আহবায়ক ও লামা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। সদ্য যোগদানকৃত লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার ভূইয়াঁ মাহাবুব হাসান সহ সভায় আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু, মাতামুহুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান জেলা পষিদ সদস্য মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, ছাচিং প্রু মার্মা সহ সাংবাদিক, স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থীরা।

পাঠকের মতামত: