ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আল-কোরআন সকল সমস্যার সমাধান-শফিউল হক জিহাদী

aaaএম.এ আজিজ রাসেল :::

চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা শফিউল হক জিহাদী বলেছেন, ক্ষমতা ও টাকা লোভে বিশ্বে এখন হত্যার প্রতিযোগিতা চলছে। বিনা কারণেই দখল হচ্ছে মুসলমান দেশ গুলো। আর সেখানে চালানো হচ্ছে নির্মম নির্যাতন। মুসলমানরা ইসলামের আদর্শ থেকে দুরে সরে আসার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তাই কোরআন ও হাদীসকে আকঁড়ে ধরতে হবে। আল-কোরআনই সকল সমস্যার সমাধান। এ জন্য সকল ভেদাভেদ ভুলে পরস্পর ঐক্যবদ্ধ থাকতে হবে। হক আদায় করতে প্রতিবেশীর। ২৪ ফেব্রুয়ারী রাতে টেকপাড়া চৌমুহনী প্রাঙ্গনে বৃহত্তর টেকপাড়া সমাজ কমিটি আয়োজিত ২য় তম তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এতে বিশেষ বক্তার বক্তব্য রাখেন পোকখালী এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার মোহাদ্দিস আলহাজ্ব মাওলানা অলি আহমদ ও টেকপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন টেকপাড়া জামে মসজিদের সভাপতি এড. হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, বরেণ্য রাজনীতিক গোলাম কিবরিয়া, জয়নাল আবেদীন সওদাগর, গোলাম মওলা বাবুল, মাহফিল পরিচালনা কমিটির কাজল, মোজাহেরুল ইসলাম আনু, জাহেদুল ইসলাম, এম.এ আজিজ রাসেল, আবছার, ফরহাদ, হাসেম ও সোহেল।

পাঠকের মতামত: