ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান

image-66460-1488025343জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

শনিবার সকাল ১০টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও দুপুর ১টার দিকে বালুখালী অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় রিয়াজুল হক বলেন, বর্তমানে যেভাবে রোহিঙ্গারা রয়েছেন, সেখানে অনেক কষ্টে আছেন। রোহিঙ্গাদের যদি সরকার অন্যত্র নিয়ে যেতে চায় তাহলে সেখানে বসবাসের উপযোগী করেই নিয়ে যেতে হবে। সেখানে যেন এসব রোহিঙ্গাদের মানবাধিকার কোনো ভাবে লঙ্ঘিত না হয় তা বিবেচনায় রাখতে হবে।

তিনি আরো বলেন, মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে জনমত তৈরিতে কাজ করতে হবে বাংলাদেশকে। এই মুহূর্তে এটাই গুরুত্বপূর্ণ বিষয়।

পরিদর্শনকালে তার সঙ্গে কক্সবাজার জেলা প্রশাসন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ  (আওএম)  রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: