ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

শেখ রাসেল শিশু কিশোর পরিষদের শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করছেন আমিনুর রশিদ দুলাল

চকরিয়া অফিস:
3
বিশ্বে ক্রিকেটে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের ক্রিকেটারা একদিন বিশ্ব জয় করবে। তৃনমুল পর্যায়ে ক্ষুদে ক্রিকেটার তৈরী করতে হবে। এখন ক্রিকেট খেলা দিনদিন জনপ্রিয় হচ্ছে। খেলাধুলার দিকে ধাবিত হলে মাদকাসক্ত থেকে রেহাই পাবে যুব সমাজ।

গতকাল শুক্রবার বিকাল তিনটায় চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড হাজিয়ানে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উদ্যোগে শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে এসব কথা বলেন জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য বিশিষ্ট শিক্ষা ও ক্রীড়ানুরাগি আমিনুর রশিদ দুলাল।

এদিন তিনি ক্রীড়ানুরাগি নাজমুল হাসান লিটন প্রদত্ত আয়োজিত শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়ামুদি শের আলম, আওয়ামীলীগ নেতা শাহজাহান চৌধুরী, হাজী নুর আহমদ, ফাঁশিয়াখালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন ও মিজানুর রহমান। ওইসময় হাজিয়ান ক্রিকেট একাদশকে হারিয়ে জয় লাভ করে নামার চিরিঙ্গা ক্রিকেট একাদশ। ##

পাঠকের মতামত: