ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

গোমাতলীতে সহোদরের পেট্রোলে প্রাণ গেলো ভাইয়ের, গুরুতর আহত ৩

ahot. মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :::

কক্সবাজার সদরের পোকখালীতে আপন ভাইয়ের দেয়া পেট্রোল দ্বগ্ধ হয়ে একজনের মৃত্যু ও তিনজন গুরুতর আহত হয়েছেন। ইউনিয়নের পূর্ব গোমাতলী ফজলের বাড়ীতে বুধবার রাতে নৃশংস এ ঘটনা ঘটে। আত্মীয় স্বজনরা অভিযুক্ত ভাইকে আটক করে ঈদগাঁও পুলিশে সোপর্দ করেছে। জানা গেছে, উক্ত এলাকার মৃত আবুল ফজলের পুত্র মো. জসিম উদ্দীন রাত ১০ টার দিকে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়েন। ঘন্টা দেড়েক পর তার সহোদর মোহাম্মদ রশিদ প্রকাশ ভুলাইয়া (২৫) বাড়ীর চীপ জসিমের রুমের জানালা থেকে ভিতরে পেট্রোল ঢেলে তাতে খড় ছিটিয়ে দেয়। এসময় তার মাকেও উক্ত রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। এতে মো. জসিম উদ্দীন (৪০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী আশুরা বেগম (২০), শিশুপুত্র মো. রিদুয়ান (৩) এবং জসিমের মা নুর বানু (৭০) এর শরীর আগুনে পুড়ে ক্ষতবিক্ষত হয়ে যায়। স্থানীয় লোকজন দরজা ভেঙ্গে তাদের উদ্ধার করে ডুলাহাজারা মালুমঘাট হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে দাউদকান্তির পরে চট্টগ্রাম রোড এলাকায় বিকেল পৌনে তিনটা নাগাদ জসিমের মৃত্যু হয় বলে জানান তাদের সাথে থাকা উক্ত এলাকার সাবেক মেম্বার এহেছান উল্লাহ। তিনি আরো জানান, জীবিত তিনজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এলাকার মেম্বার মো. কলিম উল্লাহ জানান, কি কারণে আপন ভাই এ ঘটনা ঘটিয়েছে তা তিনিও বুঝতে পারছেন না। তবে অভিযুক্ত মোহাম্মদ রশিদ মানসিক ভারসাম্যহীন বলে জানান নিহতের ভগ্নিপতি নুরুল আবছার। খবর পেয়ে ঘটনার পরপর ঈদগাঁও পুলিশ আবুল ফজলের বাড়ী পরিদর্শন করেন। নিহতের ছোট বোন কামরুন্নাহার ও জোছনা আক্তার জুনু পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে কান্নাজড়িত কন্ঠে এ প্রতিবেদককে জানান, তাদের ভাই জসিম বিদেশ যাবার প্রক্রিয়া চালাচ্ছিল। অভিযুক্ত রশিদকে ৩/৪ বছর পূর্বে তার অপর ভাইয়েরা মানসিক ভারসাম্যহীনতার কারণে সৌদি আরব থেকে দেশে পাঠিয়ে দেয়। বিগত কয়েক বছর আগেও রশিদ তার অপর ভাই সৌদি প্রবাসী মোস্তফার স্ত্রী শাকিলাকে বেধড়ক মারপিট করে মাথা ফেটে দিয়েছিল। ঈদগাঁও তদন্ত কেন্দ্র এএসআই মহিউদ্দীন ও পেয়ার আহমদ জানান, ঘটনার পর রশিদ তার এক ছোট বোনের বাড়ীর আশেপাশে অবস্থান করছিল। সেখান থেকে বৃহষ্পতিবার দুপুর আড়াইটা নাগাদ আত্মীয় স্বজনরা তাকে তাদের কাছে সোপর্দ করলে চালান দেয়া হয়। উল্লেখ্য, রশিদ রাতে তিন বোতল পেট্রোল নিয়ে বাড়ীর দিকে যেতে থাকলে স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে সে তার মোটর সাইকেলের জন্য নিচ্ছিল বলে তাদের জানায়। রাতে এ রিপোর্ট লিখার সময় ঈদগাঁও তদন্ত কেন্দ্রে লাশের জন্য অপেক্ষারত জসিমের আত্মীয় স্বজনরা জানান, মর্মান্তিক এ ঘটনায় সৌদি আরব থেকে রওয়ানা দেয়া জসিমের ভাই মোস্তফা বাদী হয়ে মামলার প্রক্রিয়া চালানো হবে। নিহত জসিমের শ^শুর আবু ছৈয়দ জানান, ঘটনার এক ঘন্টা আগেও তিনি নাতির ব্যাপারে তাদের সাথে কথাবার্তা বলেছেন। উল্লেখ্য, জসিম দু’ছেলেমেয়ের জনক।

পাঠকের মতামত: