ঢাকা,মঙ্গলবার, ৭ মে ২০২৪

জালালাবাদে ১০ বস্তা বাংলা মদ জব্দ

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার:::4

কক্সবাজার সদরের জালালাবাদে ঘন্টাব্যাপী অভিযানে ১০ বস্তা বাংলা মদ জব্দ ও মাদক স¤্রাটসহ ২ জন আটক হয়েছে। ২০ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টায় বাঁশঘাটা খাদেরমার চরে এ অভিযান চালানো হয়। পুলিশ ও জনপ্রতিনিধি জানান, ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ গোপন সোর্সে খবর পেয়ে সোমবার রাতে জালালাবাদ ইউনিয়নের বাজার সংলগ্ন বাঁশঘাটার খাদেরমার চরে আকষ্মিক অভিযান চালান। এ সময় মৃত লাল মিয়ার পুত্র জসিম উদ্দীনের ভাড়াটিয়া কলোনী থেকে ১০ বস্তা বাংলা মদ জব্দ করেন। উদ্ধারকৃত মদের পরিমাণ আনুমানিক ৪শ লিটার হতে পারে বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মো. খায়রুজ্জামান। স্থানীয় মেম্বার মোক্তার আহমদ জানান, তিনি ও তার ইউনিয়নের মেম্বার মোফাস্সেল মুফিসহ পুলিশ মদ বিরোধী এ চিরুনী অভিযান চালানো হয়। অভিযানে জসিম (২৮) ও মাদক সেবন করতে আসা মোস্তাফিজুর রহমান (৩৮) আটক হলেও তার বোন কুখ্যাত মদ বিক্রেতা ছারা খাতুন পালিয়ে যেতে সক্ষম হয়। সংশ্লিষ্ট এলাকার লোকজন জানান, জসিম ও তার বোনের নেতৃত্বে খাদেরমার চরে দিন রাত ওপেন সিক্রেট মদ বিক্রি চলছে দীর্ঘদিন। শুধু তারা নয়, এ এলাকায় আরো অনেক নারী-পুরুষ মদ ও গাঁজা বিক্রির সাথে দীর্ঘদিন জড়িত। আটক জসিমকে জিজ্ঞাসাবাদ করলে অন্যান্য মাদক বিক্রেতাদের তথ্য বের হয়ে আসবে বলে মনে করছেন তারা। তদন্ত কেন্দ্র এসআই আমজাদ আলী চৌং জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদসহ তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। এদিকে জব্দকৃত মদ, ভ্যান ও রিক্সাযোগে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসলে তা দেখার জন্য অনেক লোক সেখানে ভিড় করেন। আটক মাদক সেবী ঈদগাঁও ইউনিয়নের এক নং ওয়ার্ড জাগির পাড়ার মৃত আবদু শুক্কুরের পুত্র।

পাঠকের মতামত: