ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বিএনপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: শাজাহান খান

image_176852_0নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে নানাধরনের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘তারা নির্বাচনের নামে ২০১৪ সালের মতো হুমকি-ধামকি দিতে চায়। কিন্তু তাদের সে হুমকি-ধামকিতে জনগণ ভয় পায় না। দেশের শান্তি ও উন্নয়ন জনগণ আগামীতে ভোটের মাধ্যমে বিএনপির অপকর্মের জবাব দিবে।’

সোমবার ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমী স্মরণ সভার আয়োজন করে। অনুষ্ঠানে সাবেক মন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার, অরুন সরকার রানা এবং বঙ্গবন্ধু একাডেমীর সহ-সম্পাদক হুমায়ুন কবির মিজি বক্তব্য রাখেন।

নৌমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য নির্বাচনে আসবে। বিএনপি আন্দোলনের নামে যে মানুষ খুন করেছে, জ্বালাও-পোড়াও এবং ভাংচুর করেছে সেসব বিষয়ে দেশের মানুষকে জানাতে হবে। পাশাপাশি শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে এগিয়ে যাচ্ছে সে সম্পর্কেও জনগণকে অবহিত করতে হবে।

সুরঞ্জিত সেনগুপ্ত সম্পর্কে তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী একজন অসাম্প্রদায়িক নেতা ছিলেন। তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। তার আদর্শ আমাদের চলার পাথেয় হয়ে থাকবে। বাসস

পাঠকের মতামত: