ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

‘ট্রাম্প মিথ্যাবাদী, অবিশ্বাসী’

carl-trumpসাংবাদিক কার্ল বার্নস্টেইন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি অসামান্য এক স্থান দখল করে আছেন। তার অনুসন্ধানী রিপোর্টিংয়ের কারণে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের বিদায় ত্বরান্বিত হয়েছিল। তিনি বহুল আলোচিত ওয়াটারগেট কেলেঙ্কারির ঢাকনা খুলে দিয়েছিলেন। ১৯৭০ এর দশকে তিনি বব উডওয়ার্ড, বেন ব্রাডলিকে সঙ্গে নিয়ে ওয়াটারগেট কেলেঙ্কারি উন্মোচন করেন। ফলে পদত্যাগে বাধ্য হয়েছিলেন রিচার্ড নিক্সন। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করলেন সেই সাংবাদিক কার্ল বার্নস্টেইন। তিনি ট্রাম্পকে ‘মিথ্যাবাদী’ হিসেবে আখ্যা দিয়েছেন। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প মিডিয়াকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন। তার জবাবে কার্ল বার্নস্টেইন বলেছেন, মিডিয়াকে আক্রমণ করায় রিচার্ড নিক্সনের চেয়েও বেশি অবিশ্বাসী হলেন ডনাল্ড ট্রাম্প। কার্ল বার্নস্টেইনের টুইট অনুসরণ করেন ২৬ হাজার মানুষ। তাদের উদ্দেশে তিনি টুইট করেছেন। বলেছেন, সব সময়ই জনগণের সবচেয়ে বড় শত্রু হলো প্রেসিডেন্টের মিথ্যা কথা। প্রেসের বিরুদ্ধে ডনাল্ড ট্রাম্পের আক্রমণ নিক্সনের চেয়েও বেশি বিশ্বাসঘাতকতাপূর্ণ। এ ছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক স্থিতিশীলতা নিয়েও প্রশ্ন তোলেন কার্ল বার্নস্টেইন। তিনি টুইটে যোগ করেন, প্রকৃত খবর হলো (মিথ্যা নয়) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে যা করা উচিত তার চেয়ে তিনি বেশিই করার চেষ্টা করছেন প্রেস ইস্যুতে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে সাংবাদিকদের ‘অসৎ’ হিসেবে আখ্যায়িত করেছেন। একজন ইহুদি সাংবাদিককে মিথ্যাবাদী হিসেবে অভিহিত করেছেন এবং তাকে বসে পড়ার নির্দেশ দিয়েছেন। একজন কৃষ্ণাঙ্গ সাংবাদিককে নিয়ে মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনের সময় একজন বিকলাঙ্গ সাংবাদিককে নিয়ে মস্করা করেছেন। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে তিনিই প্রথম প্রেসিডেন্ট, যিনি মিডিয়াকে আক্রমণ করে কথা বলেন। এর আগে ১৮০৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট টমাস জেফারসন অভিযোগ করেছিলেন যে, এখন পত্রিকায় যা দেখা যায় তার কিছুই বিশ্বাস হয় না। ওইসব দুষিত জিনিসে যেসব সত্য রাখা হয় তা নিয়েও সংশয় হয়। রিচার্ড নিক্সনও প্রেসের প্রতি তার উষ্মা প্রকাশ করেছিলেন। তিনি রিপোটিংকে বিকৃত ও হিস্টিরিয়াগ্রস্ত হিসেবে আখ্যায়িত করেছিলেন। ১৯৭২ সালের ডিসেম্বরে তার ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে কার্ল বার্নস্টেইনসহ সাংবাদিকরা যখন রিপোর্ট করছিলেন তখন তিনি হেনরি কিসিঞ্জারকে বলেছিলেন, প্রেস হলো শত্রু। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের মতো কোনো প্রেসিডেন্ট মিডিয়াকে জনগণের শত্রু বলে আখ্যায়িত করেন নি। তাই ট্রাম্পের মস্তিষ্ক বিকৃতি আছে বলে অনেকবার দাবি করেছেন সাংবাদিক কার্ল বার্নস্টেইন। প্রেসিডেন্ট নিক্সনের চেয়েও খারাপ হিসেবে তিনি ট্রাম্পকে অভিহিত করেছেন। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অল্প পরে ডিসেম্বরে তার সমালোচনা করে কার্ল বার্নস্টেইন বলেছিলেন, ডনাল্ড ট্রাম্প যেভাবে সত্যকে অবজ্ঞা করেন রিচার্ড নিক্সন সহ অন্য কোনো প্রেসিডেন্ট তেমনটা করেন নি। তিনি সত্যমুক্ত অঞ্চল সৃষ্টি করেন।

পাঠকের মতামত: