ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

খেলাধূলা যুব সমাজ নেশা থেকে বিরত রাখে -ঈদগাঁওতে কউক চেয়ারম্যান

20170218_171102মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::

ঈদগাঁওতে টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে ইসলামাবাদ ইউনিয়ন ক্রিকেট একাদশ জয় পেয়েছে। স্থানীয় হাইস্কুল মাঠে ১৮ ফেব্রুয়ারী উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ। তিনি ইয়াবার ভয়াবহতা উল্লেখ করে বলেন, সুস্থ খেলাধূলার মাধ্যমে যুব সমাজ মরণ নেশা থেকে বিরত থাকবে। তিনি কক্সবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কথা তুলে ধরে মেরিন ড্রাইভ সড়ক, বিমান বন্দর, মেডিকেল কলেজ, বায়ু বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছেন। তিনি প্রধানমন্ত্রী আন্তরিক বলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছেন জানিয়ে তার প্রতি কক্সবাজারবাসীর কৃতজ্ঞ থাকা উচিত বলে মন্তব্য করেন। তিনি সুন্দর কক্সবাজার তথা ঈদগাঁও বিনির্মাণে সর্বপ্রকার নেশার বিরুদ্ধে সম্ভব সব সহায়তার আশ^াস দিয়ে সকলকে ইয়াবা থেকে বিরত থাকার আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত, ইসলামাবাদ চেয়ারম্যান মো. নুর ছিদ্দিক, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মো. খায়রুজ্জামান, সদর যুবলীগ সম্পাদক রাজিবুল হক রিকো, জালালাবাদ প্যানেল চেয়ারম্যান ওসমান সরওয়ার ডিপো। সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও ঈদগাঁওর সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। ক্রীড়াবান্ধব সমাজ উন্নয়নমূলক সংগঠন ‘বন্ধন যুব সমবায় সংগঠন’ এ টুর্ণামেন্টের আয়োজন করে। দিনব্যাপী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোখতার আহমদ, এমইউপি সাইফুল ইসলাম, এমইউপি মোফাস্সেল মুফি, মো. আলমগীর চৌধুরী, আবু তৈয়ব চৌধুরী, মিজানুল হক, নাছির উদ্দীন জয়, ইরফানুল করিম, রাশেদ উদ্দীন রাসেল, আবুহেনা বিশাদ, ছোটন রাজা, আনোয়ারুল আজম খোকন, এএসআই মহি উদ্দীন, হাসান তারেক, হামিদ হাসান, লতিফুর রহমান, মিজানুর রহমান। আম্পায়ার ছিলেন মো. আযমগীর ও মামুন সিরাজুল মজিদ। ম্যাচ রেফারী ছিলেন সাকলাইন মোস্তাক। উদ্বোধন পর্বে কোরআন তেলাওয়াত করেন মান্নান। দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করে রায়হান ও তার দল। জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সকাল সাড়ে ১১টায় খেলার উদ্বোধন করেন সোহেল জাহান চৌধুরীর নেতৃত্বে অতিথি ও আমন্ত্রিতরা। পুরস্কার বিতরণ পর্বে অতিথিদের সম্মাননা দেয়া হয়। বিজয়ী ও বিজিত দলকে প্রাইজমানিসহ অন্য পুরস্কার দেয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইংরেজী প্রভাষক মিজানুর রহমান। পরিচালনা কমিটির পক্ষে ছিল মোহাম্মদ শফিক, মোহাম্মদ রফিক, জুবাইরুল ইসলাম জুয়েল, মোহাম্মদ শোয়াইব, মোহাম্মদ শহিদ, জসিম উদ্দীন, মোহাম্মদ আমিন, সাজ্জাদুল হক, সোহেল রানা, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মুজিব। এতে বিভিন্ন ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক ও ইসলামী সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়। সভাপতি তাঁর বক্তব্যে এলাকায় খেলাধুলাসহ সুস্থ সংস্কৃতির বিকাশে জনপ্রিয় ক্রিকেট খেলা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে জানিয়ে ভবিষ্যতে এধরণের টুর্ণামেন্টসহ ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে আন্তরিকভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

পাঠকের মতামত: