ঢাকা,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ঈদগাঁওর হিন্দু সম্প্রদায়ের মাঝে সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া

32ঈদগাঁও প্রতিনিধি ::

মহাজোট সরকারের সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে সমাজের সকল বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি শুক্রবার দুপুরে আকষ্মিক ঈদগাঁওতে এসে হিন্দু সম্প্রদায়ের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কক্সবাজার জেলা সংসদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে রতœগর্ভা স্বর্গীয়া লক্ষ্মী পাল স্মরণে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে ঐ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করে জেলা বাগীশিক সভাপতি রাজন আচার্য্য বলেন, মায়ের জাতি ধর্মের প্রতি অনুরাগী ও শ্রদ্ধাশীল হলে তাদের ভবিষ্যত প্রজন্মও ধর্মীয় অনুশাসনে বিশ^াসী হবে। বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পুলক আচার্য্য, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক সুমন কান্তি দে, জেলা মঠ-মন্দির ও গীতা স্কুল উন্নয়ন কমিটি সভাপতি মিঠুন আচার্য্য, সাধারণ সম্পাদক শ্রী জ্যোতি মল্লিক (বাবু), বাগীশিক চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক লিটন কান্তি দাশ, ঈদগাঁও কেন্দ্রীয় কালী বাড়ী আহবায়ক কমিটির সদস্য দেবাশীষ ভট্টাচার্য্য অনিক, পূজা উদযাপন পরিষদ ঈদগাঁও শাখা সভাপতি ডা. পরিতোষ পাল। পাল পাড়া শ্রী শ্রী গীতা বিদ্যাপীঠ প্রাঙ্গনে সুপন পালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও বস্ত্রপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন স্থান থেকে আগত ২০ জন অসহায় ও দুঃস্থকে শীতবস্ত্র দেয়া হয়। এর আগে দিলীপ বড়–য়া অনুষ্ঠানে পৌঁছুলে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। বরণকালে উপস্থিত ছিলেন ঈদগাঁও কেন্দ্রীয় কালী বাড়ী আহবায়ক কমিটি ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ নেতৃবৃন্দ। প্রধান অতিথি গীতা বিদ্যাপীঠের জন্য এক সেট মাইক এবং উদ্বোধক পাল পাড়ায় একটি মডেল গীতা স্কুল স্থাপনের ঘোষণা দেন। উল্লেখ্য, ২ দিনের সফরে সাবেক এ মন্ত্রী কক্সবাজার আসেন। তিনি চকরিয়া ও মহেশখালীতে দলীয় ও অন্য কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

পাঠকের মতামত: