ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

লামায় গভীর রাতে পাচারকালে পাথরের ট্রাক জব্দ ও জরিমানা

ddd মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

লামায় রাতে আধাঁরে অবৈধ পাথর পাচারকালে পাথর বোঝায় ট্রাক জব্দ করেছে লামা থানা পুলিশ। পরে জব্দকৃত পাথর নিলামে দিয়ে ট্রাক, ড্রাইভার ও গাড়ীর মালিককে মোবাইল কোর্ট আইনে ৩২ হাজার টাকা জরিামানা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু।

জানা গেছে, লামা থানার পুলিশ নিয়মিত রাস্তা ডিউটির সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় লামা-চকরিয়া সড়কের কবিরার দোকান নামক স্থানে পাথর বোঝায় ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৩১১২) জব্দ করে। এই সময় পাথরের লোকজন পাথর পাচারের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ গাড়ীটি জব্দ করে নিয়ে আসে।

পরে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু মোটরযান আইন ১৯৮৩ এর ১৩৮ ধারায় ড্রাইভারকে ২ হাজার, অবৈধ পাথর পাচার ও বহনের দায়ে গাড়ীর মালিককে ১০ হাজার, জব্দকৃত পাথর নিলাম দিয়ে ১০ হাজার ৭১০ টাকা ও ফিটনেস বিহীর গাড়ীর জন্য ১০ হাজার টাকা জরিমানা করেন।

পাঠকের মতামত: