ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

বিমান পরিচালনায় বাধা দিলে মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক :::53367_lead

বিমান পরিচালনায় বাধা সৃষ্টি করলে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন তৈরী হচ্ছে। গত বছরের ২৯ ফেব্রুয়ারি বেসামরিক বিমান চলাচল আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। আইনটির চূড়ান্ত অনুমোদনের আগে আজ সোমবার নতুন করে বিভিন্ন অপরাধের জন্য সাজার মাত্রা বাড়িয়ে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদনে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি  বিমান চলাচলে বাধা সৃষ্টি করে এবং মানুষের জীবন ঝুঁকির সম্মুখীন হয়, তবে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হতে পারে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলাম সাংবাদিকদের বলেন, ১৯৬০ সালের ‘দ্য সিভিল এভিয়েশন অর্ডিন্যান্স’ হালনাগাদ করে এই খসড়া তৈরি হয়েছে। বিভিন্ন অপরাধে সাজাও বাড়ানো হয়েছে এ খসড়ায়।  বিমানের নেভিশগনের সঠিক আলো ও সংকেতের কার্যক্রমে হস্তক্ষেপ করলে যাবজ্জীবন কারাদ-, পাঁচ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। আইন অনুযায়ী বিমানের নেভিগেশনে হস্তক্ষেপ বড় ধরনের অপরাধ। এছাড়া, এই আইন হলে কেউ বিমান ভ্রমণের সময় বিপদজনক পণ্য বহন করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের সঙ্গে ৫০ লাখ টাকা জরিমানার মুখে পড়বেন।

পাঠকের মতামত: