ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চৌফলদন্ডী-ঈদগাঁও সড়কের ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের

ovijogমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :::

চৌফলদন্ডী-ঈদগাঁও সড়কের সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চেয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর অভিযোগ দেয়া হয়েছে। ভূক্তভোগীদের পক্ষে চৌফলদন্ডীর এক যুবক উক্ত অভিযোগটি দেন। লিখিত অভিযোগে বলা হয়, বর্তমান আওয়ামীলীগ সরকার সারাদেশে উন্নয়নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, ঠিকাদার নামধারী কিছু কুচক্রী মহল সরকারের ভাবমূর্তি নষ্ট করার কু-মানসে উন্নয়নকে ব্যাহত করছে। তারই ধারাবাহিকতায় বিগত ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত চৌফলদন্ডী-ঈদগাঁও সড়ক সংস্কার করার জন্য নিয়োগপ্রাপ্ত ঠিকাদার আবুল কাশেম সিকদার উক্ত সড়কে নি¤œমানের ইট-বালি ও সিমেন্ট ব্যবহার করছেন। এছাড়া উক্ত সড়কের প্রস্থ কমিয়ে নামমাত্র কার্পেটিং কাজ চালিয়ে যাচ্ছেন। ঐ ঠিকাদার উন্নয়ন কাজের কোন বিলবোর্ডও ব্যবহার করছেন না। ফলে সড়কটি দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার গ্রামীণ জনপদ উন্নয়ন করলেও এরকম ঠিকাদারদের অনিয়ম ও দূর্নীতির কারণে এলাকার সাধারণ জনগণ উন্নয়নের সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন এবং সরকারের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। অভিযোগে চৌফলদন্ডী-ঈদগাঁও সড়কের চলমান সংস্কার কাজ সরেজমিন পরিদর্শন করে উক্ত ঠিকাদারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জোর দাবী করেছেন দরখাস্তকারী চৌফলদন্ডী দক্ষিণ পাড়ার মোহাম্মদ ফায়সাল।

পাঠকের মতামত: