ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করলেন ৩ দেশের রাষ্টদূত

Exif_JPEG_420ফারুক আহমদ, উখিয়া :::

মিয়ানমার আইনশৃংখলা বাহিনীর হাতে নির্মম ভাবে হত্যা ও নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের পরিস্থিতি দেখতে বাংলাদেশে নিযুক্ত তিনটি দেশের হাইকমিশনার কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে পৌঁছেন ব্রিটেনের হাইকমিশনার অ্যালিসন ব্লেক, কানাডার হাইকমিশনার বিনো পিয়েরে লারামি ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার মিজ জুলিয়া নিেেব্লট।

পরে তারা রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তারা উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স। এদিকে বিকেলে কক্সবাজারের জেলা প্রশাসকের পক্ষের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান এ তিন হাইকমিশনারের সঙ্গে মতবিনিময় করেন।

আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইএমও) কান্ট্রি ডাইরেক্টর জানান, গত ২৯ ও ৩০ জানুয়ারি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে কফি আনান কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল। এছাড়াও ৩১ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ ৯ সদস্যের প্রতিনিধিদল উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে।

পাঠকের মতামত: